বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ৯ মাস স্পেস স্টেশনে আটকে ছিলেন। অবশেষে বুধবার ভোর ৩:২৭ মিনিট নাগাদ পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর (Butch Wilmore)। তাঁদের ফেরায় উচ্ছ্বসিত ভারত সহ গোটা বিশ্ব। তার মধ্যে সুনীতা আবার ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাঁকে নিয়ে আনন্দ ও গর্বে বুক ফুলেছে এদেশের। এই আবহে এবার বড় মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে সুনীতাদের শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি জানালেন, তিনি নিজেও মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন।
সুনীতার ভারতরত্ন পাওয়া উচিত! মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
আজ ভোরে সুনীতা ও বুচ পৃথিবীতে ফেরার পরেই এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। লেখেন, ‘আমাদের মেয়ে ফিরে এসেছে’। ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারীকে ভারতরত্ন দেওয়া উচিত বলেও মনে করছেন মমতা।
এদিন বিধানসভায় দাঁড়িয়ে সুনীতাদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তাঁরা যেভাবে যন্ত্রণা সহ্য করেছেন, সেই বিষয়ে খোঁজখবর নিতাম’। একইসঙ্গে কথায় কথায় জানান, তিনি নিজেও বর্তমানে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন।
আরও পড়ুনঃ ‘খেলা’ ঘুরিয়ে দিল CBI! জেলবন্দি অবস্থাতেই জোর ধাক্কা খেলেন অয়ন শীল! বিরাট রায় হাইকোর্টের
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। মাত্র ৮ দিনের সফর হওয়ার কথা ছিল। তবে সেটাই হয়ে দাঁড়ায় প্রায় ৯ মাস! মহাকাশযানে ত্রুটি দেখা দেওয়ায় বারবার তাঁদের পৃথিবীতে ফেরার দিনক্ষণ পিছোতে থাকে। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর এদিন ভোরে ধরণীতে ফেরেন সুনীতা ও বুচ।
এরপরেই এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে সুনীতাদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লেখেন, ‘এতদিন পর অবশেষে সুরক্ষিতভাবে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর পৃথিবীতে ফিরে এসেছেন। আমাদের ভারতের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে। আমরা ভীষণ খুশি এবং উচ্ছ্বসিত। বুচ উইলমোরের জন্যেও আমরা ভীষণ খুশি। তাঁদের সাহসকে কুর্নিশ জানাই। তাঁদের যারা নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনলেন তাঁদেরও ধন্যবাদ’।