বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ৯ মাস ধরে স্পেস স্টেশনে আটকে থাকার পর বুধবার ভোর ৩:২৭ মিনিটে ফের পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর (Butch Wilmore)। এবার সেই সুনীতার নামই ভুল বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! সুনীতা উইলিয়ামস না বলে তাঁকে ‘সুনীতা চাওলা’ বললেন তিনি। বুধবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
‘মূর্খ মুখ্যমন্ত্রী’ বলে মমতাকে আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)!
এদিন সুনীতা ও বুচ পৃথিবীতে ফিরতেই তাঁদের এক্স হ্যান্ডেলের (পূর্বে টুইটার) মাধ্যমে শুভেচ্ছা জানান মমতা। এরপর বিধানসভায় দাঁড়িয়েও তাঁদের অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন, ভারতীয় বংশোদ্ভূত সুনীতাকে ভারতরত্ন দেওয়া উচিত। এই আবহেই শুভেন্দু জানালেন, সদ্য পৃথিবীতে ফেরা এই মহাকাশচারীর পদবী ভুল বলেছেন মুখ্যমন্ত্রী!
শুভেন্দু বলেন, ‘সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বললেন। বলছেন, সুনীতা চাওলা… কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী। এর আগে বলেছিলেন, রাকেশ রোশন চাঁদে গিয়েছেন, ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছেন। এক্ষুনি বলেছে বিধানসভায় সুনীতা চাওলা’। ‘এ কোন রাজ্যে আমরা বসবাস করছি?’ প্রশ্ন করেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুনঃ ‘মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি’! সুনীতাকে ভারতরত্ন দেওয়া উচিত, মত মমতার
উল্লেখ্য, বছর দুয়েক আগে চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণের শেষ মুহূর্তের কাউন্টডাউনের আবহে ভারতের মহাকাশ কাহিনী নিয়ে স্মৃতিচারণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ ফসকে মহাকাশচারী রাকেশ শর্মার (Rakesh Sharma) বদলে বলিউডের নামকরা পরিচালক রাকেশ রোশনের নাম নিয়েছিলেন তিনি।
প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেওয়া রাকেশ শর্মার পদবী ভুল বলায় সেই সময় বিস্তর জলঘোলা হয়েছিল। এবার সুনীতা উইলিয়ামসের পদবী মুখ্যমন্ত্রী ভুল বলেছেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘এ কোন রাজ্যে আমরা বসবাস করছি?’, প্রশ্ন করেন তিনি।