বাংলা হান্ট ডেস্কঃ সাংবাদিক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে যাওয়ার অনুমতি পেলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার এই মর্মে তাঁকে ৫ লক্ষ টাকা জমা রেখে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। জানা যাচ্ছে, আগামী ২১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিদেশ সফর করতে পারবেন কুণাল।
লন্ডন সফরের অনুমতি পেলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)
প্রসঙ্গত খুব তাড়াতাড়ি লন্ডন সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সফরে তাঁর সঙ্গী হচ্ছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সম্প্রতি তৃণমূলের সাথে ওই সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সারদা কাণ্ডে অভিযুক্ত কুণাল। আসলে আদালতের অনুমতি ছাড়া বিদেশ সফরে যেতে পারেন না তিনি। তাই প্রতিবারের মতো এবারও বিদেশ সফরে যাওয়ার আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল।
বুধবার ওই মামলাতেই বিচারপতি বসাক জানতে চেয়েছিলেন বিদেশ সফরে যাওয়ার ক্ষেত্রে কুণালের (Kunal Ghosh) টাকার উৎস কী? তাঁর এই বিদেশ যাওয়ার টাকাই বা আসছে কোথা থেকে? জবাবে কুণালের আইনজীবী জানিয়েছিলেন তাঁর মক্কেল একটি সংবাদপত্রে কাজ করেন। সেই সূত্রে মুখ্যমন্ত্রীর সাথে বিদেশ সফরে যাবেন তিনি। কুণালের আইনজীবী আরও জানান ওই সংবাদপত্রই কুণালকে সেখানে যাওয়ার খরচ দিচ্ছে।
আরও পড়ুন: বেকায়দায় সন্দেশখালির ‘ত্রাস’ শাহজাহান! এই মামলায় রাজ্যের জবাব চাইল হাইকোর্ট
হাইকোর্টের তরফে এদিন কুণাল ঘোষকে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দেওয়া হলেও এপ্রসঙ্গে আদালতের মন্তব্য ছিল, বিষয়টি আরও আগে জানানো উচিত ছিল। তবে শেষপর্যন্ত ৫ লক্ষ টাকা জমা রাখার বিনিময়ে কুণাল ঘোষকে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।
প্রসঙ্গত আজ থেকে ১২ বছর আগে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন তৎকালীন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ। ২০১৩ সালে ২৩ নভেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরের বছরেই অর্থাৎ ২০১৪ সালে তাকে হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চিটফান্ড কেলেঙ্কারির জেরে জেলেও ছিলেন তিনি। পরবর্তীকালে ২০১৬ সালে শর্তসাপেক্ষ জামিন পেয়েছিলেন কুণাল। সেই থেকেই আদালতের কাছে কুণাল ঘোষের পাসপোর্ট জমা রয়েছে।তাই বিদেশ সফরে যেতে হলে আদালতের থেকে অনুমতি নিতে হয় কুণাল ঘোষকে।