বাংলা হান্ট ডেস্কঃ ভরা বসন্তেই গ্রীষ্মের ফিল! এপ্রিল-মে মাসের তাপপ্রবাহের সঙ্গে পরিচিত রাজ্যবাসী। তবে এবার মার্চেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলার তাপমাত্রা ৪০ ছুঁয়ে ফেলেছে। প্রখর রোদে কার্যত বাইরে বেরনো দায়! এবার সেদিকে নজর রেখে কয়েক হাজার সরকারি কর্মীর (Government Employees) ডিউটির সময় কমানো হল। এবার থেকে তাঁরা ৬ ঘণ্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছে।
কোন সরকারি কর্মীদের (Government Employees) ডিউটির সময় কমানো হল?
সরকারি চাকরি মানেই শুধু অফিসে বসে কাজ নয়। এমন বহু বিভাগ রয়েছে যেখানকার কর্মীদের ‘ফিল্ড ওয়ার্ড’ করতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই রাস্তায় নেমে কাজ করেন তাঁরা। উদাহরণ হিসেবে ট্রাফিক পুলিশের কথা বলা যায়। এবার তাপমাত্রা বাড়তেই তাঁদের ডিউটির সময় ২ ঘণ্টা করে কমানো হল।
মার্চ মাসেই গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। দিনের বেলা শহর কলকাতার গড় তাপমাত্রা প্রায় ৩৭/৩৮ ডিগ্রি ছুঁয়ে ফেলছে। এই আবহে প্রত্যেকবারের মতো এবারও ট্রাফিক পুলিশ (Traffic Police) কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ‘সামার কিট’ তুলে দেওয়ার পর কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, ট্রাফিক পুলিশ কর্মীদের ডিউটির সময় ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ‘মূর্খ মুখ্যমন্ত্রী’! রাকেশ রোশনের পর সুনীতা চাওলা! মমতাকে ঝাঁঝালো আক্রমণ শুভেন্দুর
মনোজ (Manoj Kumar Verma) বলেন, ‘গরমের মধ্যে অত্যন্ত কষ্ট করেই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। সেই কারণে তাঁদের ডিউটির সময় ২ ঘণ্টা কমিয়ে দেওয়া হল। এখন থেকে তাঁরা ৬ ঘণ্টা করে ডিউটি করবেন’। প্রখর গরম থেকে রেহাই দিতেই ট্রাফিক পুলিশের ডিউটির সময় কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখনই যা গরম পড়েছে, তাতে রাস্তায় বেরনো দায়! রোদে দাঁড়িয়ে ডিউটি করা তো আরও মুশকিল। সেদিকে নজর রেখেই এবার ট্র্যাফিক পুলিশ কর্মীদের (Government Employees) ডিউটির সময় ২ ঘণ্টা করে কমানোর কথা ঘোষণা করলেন কলকাতার পুলিশ কমিশনার। প্রখর গরমে খানিক স্বস্তি পেতে এদিন তাঁদের হাতে ‘সামার কিট’ তুলে দেন সিপি। তাতে রয়েছে জলের বোতল, রোদচশমা, ওআরএস এবং ছাতা। জানা যাচ্ছে, এই মুহূর্তে কলকাতায় ট্রাফিক পুলিশের অধীন ৫৫৭৮ জন পুলিশ কর্মী কর্মরত রয়েছেন। তাঁদের প্রত্যেককেই এই ‘সামার কিট’ দেওয়া হবে।