“ভারতের মেয়ে”-র পৃথিবীতে প্রত্যাবর্তন! বিশেষ শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, জানালেন….

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ উদ্বেগের অবসান। একটানা নয় মাস মহাশূন্যে আটকে থাকার পর বুধবার ভোর রাতে পৃথিবীর মাটি ছুঁয়েছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। বুধবার ভারতীয় সময় ভোর রাত ২ টো বেজে ২৭ মিনিটে ফ্লোরিডার উপকূলে সফল অবতরণ করেন সুনীতা, তাঁর সঙ্গী মহাকাশচারী বুচ উইলমোর এবং আরো দুজন মহাকাশচারী। সুনীতা (Sunita Williams) পৃথিবীতে ফিরতেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সুনীতাকে (Sunita Williams) শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসকে (Sunita Williams) পৃথিবীতে প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ক্রু ৯ কে স্বাগত জানাই। পৃথিবী আপনাদের অভাব বোধ করছিল। এটা দৃঢ়তা, সাহস এবং অসীম প্রাণশক্তির একটা পরীক্ষা ছিল। সুনীতা উইলিয়ামস এবং ক্রু ৯ এর মহাকাশচারীরা আবারও আমাদের দেখিয়ে দিয়েছেন অধ্যবসায়ের প্রকৃত অর্থ।’

Narendra modi and draupadi murmu wished sunita williams

কী লিখলেন মোদী: প্রধানমন্ত্রী আরো লিখেছেন, ‘মহাকাশ আবিষ্কারের এই কাজ ক্রমেই নিজের সীমা ছাড়িয়ে নতুন স্বপ্ন দেখার উৎসাহ জোগাচ্ছে। আর সেই স্বপ্নকে বাস্তবান্বিত করার উৎসাহও দিয়ে। সুনীতা উইলিয়ামস (Sunita Williams) বরাবর এই কাজে একজন পথিকৃৎ। তাঁর কর্মজীবন জুড়ে ছড়িয়ে রয়েছে এমনই সব উদাহরণ।

 

আরো পড়ুন : “অলি গলির ছেলেরাও…”, সোনার সংসারে কটাক্ষের মুখে রুবেল, পালটা জবাবে মন জিতলেন ‘শাক্যজিৎ’

শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতির: অন্যদিকে বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুনীতাকে (Sunita Williams) প্রত্যাবর্তনের শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘নাসা ক্রু ৯ মিশনের পৃথিবীতে সফল প্রত্যাবর্তনের নেপথ্যে যাঁরা ছিলেন, তাঁদের সমগ্র টিমকে অভিনন্দন! ভারতের মেয়ে সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহ মহাকাশচারীরা তাঁদের অধ্যবসায়, আত্মত্যাগ এবং হার না মনোভাবের জোরে সকলকে অনুপ্রেরণা জুগিয়েছে’।

আরো পড়ুন : নায়ক-নায়িকা দুজনেরই দুটো বিয়ে! “শোধবোধ হয়ে গিয়েছে”, ট্রোলের মুখে সিরিয়াল বন্ধের দাবি দর্শকদের

প্রসঙ্গত, দীর্ঘ ৯ মাস মহাশূন্যে কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন সুনীতা (Sunita Williams)। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোর রাত ২টোটো ২৭ মিনিটে ফ্লোরিডা উপকূলে অবতরণ করেন তাঁরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ইলন মাস্কের সংস্থার স্পেসএক্স ড্রাগন মহাকাশযান তাঁদের ফিরিয়ে এনেছে। মহাকাশে এই দীর্ঘ ৯ মাসে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী মহাকাশচারী বুচ উইলমোর প্রায় ১৫০ টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় অংশ নেন। মাধ্যাকর্ষণ শূন্য অবস্থায় মানব দেহের উপরে প্রভাব, উদ্ভিদ গবেষণা এবং প্রযুক্তি গত কিছু পরীক্ষা চালান যেগুলি মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামীতে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর