প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া! কবে ভারতে আসছেন সুনীতা? জানিয়ে দিলেন বোন

বাংলাহান্ট ডেস্ক : সফল ভাবে পৃথিবীতে অবতরণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত নাসা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams-India)। মহাকাশে নয় মাস ধরে আটকে থাকার পর এলন মাস্কের স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে পৃথিবীতে ফিরেছেন সুনীতা সহ চার মহাকাশচারী। সুনীতার (Sunita Williams-India) প্রত্যাবর্তনের উদযাপন চলছে গোটা বিশ্বে। বিশেষ করে আনন্দের বান ডেকেছে ভারতে। ঘরের মেয়ে ঘরে ফিরতেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সুনীতার ভারতে ফেরার সুখবর জানালেন তুতো বোন ফাল্গুনী পাণ্ডিয়া।

সুনীতার (Sunita Williams-India) প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত বোন

আমেরিকায় জন্ম হলেও আদতে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস (Sunita Williams-India)। তাঁর তুতো বোন ফাল্গুনী সংবাদ মাধ্যমকে জানান, সুনীতা পৃথিবীতে ফিরতেই মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তিনি। বোন সুস্থ ভাবে পৃথিবীতে ফিরেছেন, তার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এরপরেই সুখবর দিয়েছেন তিনি।

Big good news about sunita williams-india coming
Oplus_131072

ভারতে আসছেন সুনীতা: ফাল্গুনী জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতে আসবেন সুনীতা (Sunita Williams-India)। এবারে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন তিনি। ছুটিতে একসঙ্গে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করেছেন তাঁরা। তবে শুধু ফাল্গুনী নন, আগেভাগেই ‘ভারতের মেয়ে’কে দেশে আসার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। একটি খোলা চিঠি লিখেছেন তিনি সুনীতা উইলিয়ামসের (Sunita Williams-India) উদ্দেশে।

আরো পড়ুন: “ভারতের মেয়ে”-র পৃথিবীতে প্রত্যাবর্তন! বিশেষ শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, জানালেন….

খোলা চিঠি দেন মোদী: প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘যদিও আপনি আমাদের থেকে ১০০০ কিমি দূরে রয়েছেন, তবুও আপনি আমাদের হৃদয়ের কাছাকাছিই রয়েছেন’। তিনি আরো লেখেন, সুনীতার মা (Sunita Williams-India) তাঁর জন্য অপেক্ষা করে রয়েছেন। তাঁর প্রয়াত বাবার আশীর্বাদও নিশ্চিত ভাবে তাঁর কাছে রয়েছে। প্রধানমন্ত্রী চিঠিতে আরো জানান, বনি পাণ্ডিয়া এবং দীপক পাণ্ডিয়ার সঙ্গে ২০১৬ তে একবার দেখা হয়েছিল তাঁর। সুনীতার (Sunita Williams-India) স্বামীকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

আরো পড়ুন : শুভশ্রীর থেকে পুরস্কার নিলেন মিমি, ‘দুষ্টু কোকিল’এ নাচ রাজ-ঘরণীর! হাওয়া ঘুরছে টলিউডে?

এই চিঠি মোদী যখন লেখেন, তখনো পৃথিবীর মাটি ছুঁতে পারেননি সুনীতা। তিনি পৃথিবীতে ফিরতেই শুভেচ্ছা বার্তা জানান প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘ক্রু ৯ কে স্বাগত জানাই। পৃথিবী আপনাদের অভাব বোধ করছিল। এটা দৃঢ়তা, সাহস এবং অসীম প্রাণশক্তির একটা পরীক্ষা ছিল। সুনীতা উইলিয়ামস এবং ক্রু ৯ এর মহাকাশচারীরা আবারও আমাদের দেখিয়ে দিয়েছেন অধ্যবসায়ের প্রকৃত অর্থ।’

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর