“পাকিস্তানে দেবেন না অস্ত্র”, এবার এই দেশকে সতর্ক করল ভারত, ঘুম উড়ল শরীফের

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত মঙ্গলবার নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যানসের সঙ্গে দেখা করেছেন। এদিকে, ওই দুই দেশের আলোচনায় পাকিস্তানের বিষয়টিও উঠে এসেছে বলে জানা গেছে। যদিও পাকিস্তান নিয়ে আলোচনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে, জানা গিয়েছে যে, ভারত (India) নেদারল্যান্ডসকে পাকিস্তানকে অস্ত্র না দিতে বলেছে।

পাকিস্তানের বিষয়ে সতর্ক করল ভারত (India):

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, রাজনাথ সিং ব্রেকেলম্যানসকে বলেছেন, পাকিস্তানকে প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি দেওয়া দক্ষিণ এশিয়ায় “আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে”। রিপোর্ট অনুসারে, সূত্রটি এতো বলেছে, “রাজনাথ সিং বলেছেন যে ভারত (India) কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য জায়গায় পাকিস্তান-স্পনসর্ড সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে।”

This time India has warned this country.

সূত্রটি আরও বলেছে যে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, “ভারত (India) সমস্ত বন্ধুত্বপূর্ণ দেশকে বলে যে তারা অন্য দেশে সন্ত্রাসবাদ ছড়ানোর নীতির কারণে পাকিস্তানকে কোনওভাবেই অস্ত্র সরবরাহ করবে না।”

আরও পড়ুন: তৈরি হল আয়ের নয়া পথ! মাত্র কয়েকটি পদ্ধতির দ্বারা বিরাট অঙ্কের ইনকাম দেবে TreasureNFT Fund

রিপোর্ট অনুযায়ী, নেদারল্যান্ডস ২ টি আলকমার ক্লাসের মাইন কাউন্টার বোট বা মাইন হান্টার সরবরাহ করেছে। আরেকটি সূত্র সংবাদপত্রকে জানিয়েছে যে নেদারল্যান্ডস পাকিস্তানকে ১,৯০০ টন মাল্টি-রোল বোট দিচ্ছে।

আরও পড়ুন: একী কাণ্ড! KKR-এর ম্যাচের সূচিতে হতে চলেছে বদল, কারণ জানলে অবাক হবেন

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক: প্রতিরক্ষা মন্ত্রক গত মঙ্গলবার বলেছে যে এই আলোচনা চলাকালীন, প্রতিরক্ষা থেকে শুরু করে নিরাপত্তা, তথ্য বিনিময়, ইন্দো-প্যাসিফিক এবং নতুন ও উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি দুই প্রতিরক্ষামন্ত্রী জাহাজ নির্মাণ, সরঞ্জাম এবং মহাকাশ সেক্টরে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর