বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে সামরিক দিক থেকে আরও শক্তিশালী হওয়ার জন্য একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত (India)। শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনী তার আর্টিলারি রেজিমেন্টের আধুনিকীকরণের বিষয়েও যথেষ্ট নজর দিচ্ছে। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ভারতীয় সেনাবাহিনীর জন্য ATAGS অর্থাৎ অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে। এই পুরো চুক্তিটি প্রায় ৭,০০০ কোটি টাকার। এই গান সম্পূর্ণ দেশীয় ভাবে তৈরি হচ্ছে। একটি দেশীয় কোম্পানি থেকে মোট ৩০৭ টি হাউইটজার কেনা হচ্ছে বলেও জানা গিয়েছে।
শক্তি বাড়ছে ভারতের (India):
DRDO ডেভেলপ করেছে, বেসরকারি সংস্থা উৎপাদন করবে: জানিয়ে রাখি যে, ATAGS দেশেই ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে। এখন এগুলি বেসরকারি সংস্থা ভারত ফোর্জ এবং টাটা অ্যাডভান্সড সিস্টেম দ্বারা উৎপাদিত হবে। এই চুক্তিতে কেবল লোয়েস্ট বিডার তথা সর্বনিম্ন দরদাতাকেই নির্বাচিত করা হয়। এর কারণ হল দেশীয় প্রতিরক্ষা কোম্পানির প্রচার করা এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য ৩০৭ টি গানের উৎপাদন ২ কোম্পানির মধ্যে ভাগ করা হয়েছে। এদিকে, যেহেতু ভারত ফোর্জ লোয়েস্ট বিডার, তাই এই গানের ৬০ শতাংশ তারা ডেলিভারি করবে। পাশাপাশি, টাটা অ্যাডভান্সডকে ৪০ শতাংশ উৎপাদন করতে হবে।
ATAGS-এর শক্তি: জানিয়ে রাখি যে, ATAGS হল বিশ্বের একমাত্র কামান, যেটি ৪৮ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত করতে পারে। তার মানে এটি বিশ্বের সর্বোচ্চ রেঞ্জের কামানে পরিণত হয়েছে। এই ১৫৫ মিমি ৫২ ক্যালিবার কামান ১৫ সেকেন্ডে ৩ রাউন্ড ফায়ার করতে পারে। যেটি ৩ মিনিটে ১৫ রাউন্ড এবং ৬০ মিনিটে একটানা ৬০ রাউন্ড ফায়ার করতে পারে। প্রত্যেকটি মরশুমেই এই কামান ব্যবহার করা যেতে পারে। এমতাবস্থায়, পোখরানের মরুভূমি থেকে শুরু করে সিকিমের পাহাড় পর্যন্ত সফল পরীক্ষার পর, এটি এখন সেনাবাহিনীর জন্য নির্বাচিত হয়েছে।
আরও পড়ুন: ফের ফুল ফর্মে আদানি! এবার এই কোম্পানি কেনার জন্য নিচ্ছেন প্রস্তুতি, এপ্রিলেই হবে “ডিল”?
কার্গিল যুদ্ধের পর থেকে রূপান্তর শুরু হয়: প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৯ সালে শুরু হওয়া ভারতের (India) সেনাবাহিনীর আধুনিকীকরণ পরিকল্পনায় আর্টিলারি বন্দুকগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ২০২৭ সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে ২,৮০০ টি কামান অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি, ১৫৫ মিমির বিভিন্ন ক্যালিবার কামান নেওয়া হবে। যার কিছু লক্ষ্যমাত্রা পূরণও হয়েছে।
আরও পড়ুন: বিনা যুদ্ধেই বাজিমাত ভারতের! পাকিস্তান-বাংলাদেশের উড়িয়ে দিল ঘুম
উদাহরণস্বরূপ, ১৪৫ টি আল্ট্রা লাইট হাউইটজার ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গান আমেরিকা থেকে আনা হয়েছে। এই পরিকল্পনা অনুসারে, ১,৫৮০ টি টউড কামান, যেগুলি যানবাহন দ্বারা টেনে আনা হয় অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি ৮১৪ টি ট্রাক মাউন্টেড বন্দুক, ট্রাক্টর সেলফ প্রপেল্ড K-9 বজ্র হিসেবে ১০০ টি কামান কেনা হয়েছে। এদিকে, ১০০ টি অতিরিক্ত গানও কেনা। পরিকল্পনা অনুযায়ী, ১৮০ টি ওয়াইল্ড সেলফ প্রপেল্ড গান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এমতাবস্থায়, ভারতীয় সেনাবাহিনী তাদের আর্টিলারির শক্তি বাড়াতে দ্রুত কাজ করছে। ২০৪০ সালের মধ্যে ভারতীয় (India) আর্টিলারির কামানকে ১৫৫ ক্যালিবারে রূপান্তরিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।