‘বলদের মতো শোওয়ার নেশায়…’ মায়ের অমতে বিয়ে করে অন্তঃসত্ত্বা, অহনাকেই বিঁধলেন চাঁদনি!

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা অভিনেত্রী বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চিত্রনাট্যের প্রয়োজনে। ভিলেনরাও নানান কাণ্ড করেন শুধুমাত্র একটি কাল্পনিক চরিত্র হিসেবে। কিন্তু কিছু মানুষ যেন বাস্তব জীবনেও হয়ে ওঠেন ভিলেন। অন্তত চাঁদনি গঙ্গোপাধ্যায়ের জীবনে তাঁর মেয়ে অহনা দত্তের (Ahona Dutta) ভূমিকাটা যেন অনেকটা তেমনই হয়ে উঠেছে।

ফের তুঙ্গে চাঁদনি অহনা (Ahona Dutta) বিতর্ক

ডান্স বাংলা ডান্সে একসঙ্গে অংশগ্রহণ করেছিলেন চাঁদনি এবং অহনা (Ahona Dutta)। মা মেয়ের জুটি তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। তারপরেই সটান অভিনয়ে সুযোগ অহনার (Ahona Dutta)। আর সেই সঙ্গে মায়ের সঙ্গেও দূরত্বের সূত্রপাত মেয়ের। মায়ের অমতেই প্রেমিকের সঙ্গে লিভ ইন সম্পর্ক, গোপনে বিয়ে আর এখনও সন্তানের জন্মও দিতে চলেছেন অহনা দত্ত (Ahona Dutta)। অনুরাগের ছোঁয়ার মিশকা মায়ের জীবনেও হয়ে উঠেছেন ভিলেন।

Did chadni again took a dig at ahona dutta

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ চাঁদনির: মা মেয়ের কথাবার্তা বন্ধ দীর্ঘদিন। প্রথমে উত্তর পালটা উত্তর পর্ব চললেও এখন আর মাকে নিয়ে বিশেষ মন্তব্য করতে শোনা যায় না অহনাকে (Ahona Dutta)। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করে থাকেন চাঁদনি, যা দেখে অনেকেই দুয়ে দুয়ে চার করে নেন। সম্প্রতি সায়ন্ত মোদকের একটি ভিডিও পোস্ট করে ফের কটাক্ষ শানিয়েছেন চাঁদনি।

আরো পড়ুন: এবার জমবে খেলা, নতুন রূপে ‘অনুরাগের ছোঁয়া’য় কামব্যাক মিশকার! অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুট অহনার

কী পোস্ট করলেন তিনি: ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ইনি একা না, অনেকেই আছেন। তবে সব মেয়েরা সাহস করে বলতে পারে না। বলদের মতো শোওয়ার নেশায় টাকা আর প্রেম বিলিয়ে যায় সব জেনেও। তাই এই ধরণের পুরুষরা নিজেদের চালানোর জন্য ফাঁদ পাতবেই, কিন্তু মেয়েদের একটু বুঝতে হবে’।

আরো পড়ুন : শ্মশান থেকে আনা মালা দিয়েই বিয়ে! শুরু হতে না হতেই “ধামাকা” আরশির! চমকে দেওয়া প্রোমো প্রকাশ্যে

অনেকের মতে, এই পোস্টের মাধ্যমে আসলে মেয়ে অহনা (Ahona Dutta) আর জামাই দীপঙ্করকে কটাক্ষ করেছেন চাঁদনি। একজন এ বিষয়ে প্রশ্ন করতে তিনি উত্তর দিয়েছেন, ‘এই পৃথিবীতে হাজারও মেয়ে একই মূর্খামি করে ফেলে। কোনো একজনকে আপনার মনে হতেই পারে। আমি সেইসব বোকা মেয়ে গুলোকে বললাম। এবার আপনার যা মনে হয় ভাবুন’।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর