রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো! ঈদের আগেই ৩% DA বৃদ্ধি! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও সরকারের মধ্যে বহু বছর ধরে টানাপড়েন চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলছে বকেয়া ডিএ মামলা। সম্প্রতি রাজ্য বাজেটে ৪% হারে মহার্ঘ ভাতা (DA) বাড়ানো হলেও সরকারি কর্মীদের (Government Employees) একাংশের মনে অসন্তোষ মেটেনি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এখনও ডিএ-র বিস্তর ফারাক রয়ে গিয়েছে।

ঈদের আগেই ডিএ বাড়াল রাজ্য সরকার (Dearness Allowance)!

একদিকে বাংলার রাজ্য সরকারি কর্মী ও সরকারের মধ্যে ডিএ নিয়ে যখন ‘মন কষাকষি’ চলছে, তখন মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হল। ঈদের মুখেই এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। গত শুক্রবার একটি ভাষণে ৩% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এরপর মুখে হাসি ফুটেছে ত্রিপুরার লক্ষাধিক রাজ্য সরকারি কর্মী ও অবসপ্রাপ্ত কর্মচারীর।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, শীঘ্রই হয়তো ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করতে পারে ত্রিপুরা সরকার। অবশেষে সেই জল্পনা সত্যি করে মহার্ঘ ভাতা বাড়ানোর সুখবর দেওয়া হল। বিধানসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, এবার থেকে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীদের ৩% হারে ডিএ বাড়ানো হচ্ছে। এতদিন তাঁরা ৩০% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার থেকে ৩৩% হারে পাবেন।

আরও পড়ুনঃ সত্যিই জেলে বসে হুমকি ফোন করেছেন শাহজাহান? তদন্তে যা বেরিয়ে এল… তোলপাড় বাংলা!

মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মী ও পেনশনভোগীদের ৩% হারে ডিএ (DA Hike) বাড়ানো হচ্ছে। ১ এপ্রিল ২০২৫ থেকে এই নয়া হার কার্যকর হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩০% থেকে বৃদ্ধি পেয়ে ৩৩% হয়ে গেল। এর জন্য রাজ্য সরকারের বার্ষিক ৩০০ কোটি টাকা বেশি খরচ হবে’।

Dearness Allowance

জানা যাচ্ছে, ত্রিপুরা সরকার (Government of Tripura) রাজ্য সরকারি কর্মী ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যেকার ডিএ-র ফারাক কমাতে চায়। সময়ের সঙ্গে সঙ্গে এই পার্থক্য আরও কমানোর চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। অন্যদিকে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীরা এপ্রিল মাস থেকে ৩৩% হারে মহার্ঘ ভাতা পাবেন। এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএ-র ফারাক ২০ শতাংশ। আগামীদিনে তা ধীরে ধীরে কমানোর চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর