তৃণমূল কর্মীদের শরীরে রয়েছে চতুর্থ রক্তকণিকা! এ কি বললেন দেবাংশু, শোরগোল শুরু

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকেই আসন্ন নির্বাচন নিয়ে রাজ্যের শাসক দলের অন্দরে ব্যস্ততা তুঙ্গে। এই মুহূর্তে বাংলার রাজপাট থেকে দূরে বিদেশ সফরে লন্ডন গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে এই মুহূর্তে রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা রয়েছে চোখে পড়ার মতো। এরইমাঝে তৃণমূল কর্মীদের শরীরে থাকা ‘মমতা কণিকা’র কথা বলে নতুন জল্পনা তৈরী করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)।

চতুর্থ রক্তকণিকা নিয়ে এ কি বললেন দেবাংশু (Debanshu Bhattacharya)?

তৃণমূলের রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) কথায় তৃণমূল কংগ্রেস কর্মীদের তিনটে রক্তকণিকা। লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অণুচক্রিকার পর চতুর্থ কোনও রক্তকণিকা যদি পাওয়া যায়,তাহলে তার নাম মমতা কণিকা। এটা আমাদের শরীরের রয়েছে। এই দুজনের বাইরে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিছু ভাবতে পারেন না। এখানে বিতর্কের কোনো জায়গা নেই।

প্রসঙ্গত সম্প্রতি মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের আগে দক্ষিণ কলকাতা জুড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ছেয়ে গিয়েছিল উজ্জ্বল হলুদ রঙের পতাকা। তৃণমূল সমর্থিত গোষ্ঠী ফ্যামের পক্ষ থেকে ওই পতাকা টাঙানোর পর থেকেই তৈরি হয়েছিল তুমুল জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ‘অধিনায়ক অভিষেক’- এই পতাকা দেখে রাজনৈতিক মহলে মাথাচাড়া দেয় বেশ কিছু প্রশ। তারপরেই রাতারাতি ওই পতাকার পাশেই বসানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিং। সেখানে লেখা ছিল ‘সর্বাধিনায়িকা জয় হে।’

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁস হওয়ায় তোলপাড় রাজ্য! বাতিল হচ্ছে পরীক্ষা, বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক দলের এই ‘অধিনায়ক’ আর ‘সর্বাধিনায়িকা’ বিতর্কের মাঝেই আচমকা তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) বলে বসলেন তৃণমূল কংগ্রেস কর্মীদের শরীরে রয়েছে চতুর্থ রক্ত কণিকা। প্রসঙ্গত আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে রণকৌশল সাজাতে, একটি বৈঠকে বসেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকদের সোশ্যাল মিডিয়া সংগঠন ‘ফ্যাম’।

Debangshu Bhattacharya

তৃণমূলের এই বৈঠকের আগেই যে হোর্ডিং টাঙানো হয়, তা নিয়েই সূত্রপাত হয় বিতর্কের। এই বিতর্কের মাঝেই এদিন দেবাংশু বললেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সোশ্যাল মিডিয়া কমিউনিটি গুলোকে যথেষ্ট সাপোর্ট করেন। আইটি সেলের ফরমেশন তাঁরই হাত ধরে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর