গদি হারাবেন হাসিনা, আগে থেকেই জানত ভারত? বাংলাদেশ নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন জয়শঙ্কর

বাংলাহান্ট ডেস্ক : গত বছর জুলাই অগাস্ট মাসে যে বিক্ষোভ তৈরি হয়েছিল বাংলাদেশে (Bangladesh), তারপর থেকে পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। ছাত্র গণ অভ্যুত্থানের জেরে সরকার ছেড়ে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এবার জানা গেল, বাংলাদেশে (Bangladesh) যে হাসিনা বিরোধী একটা অভ্যুত্থান হবে সে খবর আগে থেকেই ছিল ভারতের কাছে। তবে তাতে হস্তক্ষেপ করতে পারেনি তাতে। অন্যদিকে চিনকে ‘শত্রু’ নয়, বরং ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে মন্তব্য করেন জয়শঙ্কর।

বাংলাদেশ (Bangladesh) নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রিপোর্ট বলছে, সংসদীয় কমিটিকে নাকি জয়শঙ্কর বলেন, হাসিনাকে শুধু পরামর্শই দিতে পারত ভারত। সূত্র মারফত খবর পেয়ে ওই প্রতিবেদনে লেখা হয়েছে, সংসদীয় কমিটির কয়েকজন সদস্য নাকি জানতে চেয়েছিলেন, বাংলাদেশে হিন্দুদের উপরে যে হারে হিন্দুদের উপরে অত্যাচার চলছে, সে বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে ভারত?

India knew about protest against hasina in Bangladesh before hand

হিন্দুদের উপরে হামলা নিয়ে সতর্ক ভারত: উত্তরে নাকি বিদেশমন্ত্রী কমিটিকে জানান, ঢাকার তরফে দাবি করা হয়েছে, ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালানো হয়েছিল হিন্দুদের উপরে। বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রেখে চলেছে ভারত সরকার। ভবিষ্যতেও এই প্রচেষ্টা চলবে বলে জানান জয়শঙ্কর।

আরো পড়ুন : ফের শুরু “বাঙালি খেদাও”, বাদ পড়লেন আরও একজন, বাংলা থেকে কারা টিকে রইলেন ইন্ডিয়ান আইডলে?

মোদী ইউনূস বৈঠক কি হবে: আসন্ন এপ্রিলে বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য ইচ্ছুক বাংলাদেশের (Bangladesh) তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূস। এবার ঢাকার (Bangladesh) তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে নয়াদিল্লিকে। পিটিআই সূত্রে খবর, এ বিষয়ে সংসদীয় কমিটির বৈঠকে জয়শঙ্কর বলেছেন, মহম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে আসন্ন বৈঠকের অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে।

আরো পড়ুন : লম্বা অপেক্ষার অবসান, হারানো TRP ধরতে নতুন মোড় এই সিরিয়ালে, এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় নায়িকা

আগামী ২-৪ ঠা এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন নরেন্দ্র মোদী। এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী বলেন, পাকিস্তানের কারণে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে সার্ক। এমতাবস্থায় বিমসটেককে শক্তিশালী করার চেষ্টা করছে ভারত। এবার সেই সম্মেলনে আলাদা ভাবে মোদী ইউনূস মুখোমুখি হন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর