তুমুল ঝড়-বৃষ্টির পর কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? রইল মেগা আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই যে হারে গরম পড়তে শুরু করেছিল তা থেকে আপাতত নিস্তার পেয়েছেন রাজ্যবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে এখন হালকা শীতের আমেজ। তুমুল ঝড়-বৃষ্টির পর আপাতত এই মনোরম আবহাওয়া চেটেপুটে উপভোগ করছেন রাজ্যবাসী। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পর এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা কমে গিয়েছে অনেকটা। আসুন জানা যাক রবিবাসরীয় ছুটির দিনে তুমুল ঝড়-বৃষ্টির পর আগামীকাল অর্থাৎ সোমবারের আবহাওয়া কেমন থাকবে?

আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?

প্রসঙ্গত চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই গায়েব হয়েছে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সাথে নেমেছে তাপমাত্রার পারদ। এই মনোরম আবহাওয়া ক্ষণস্থায়ী হলেও আপাতত বেশ কিছুদিন তা জারি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি থাকবে বৃষ্টি। তাই ব্যতিক্রম হচ্ছে না আগামীকালও।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে জারি রয়েছে হলুদ সতর্কতা। জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ ২৪ মার্চ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তারপর শুক্রবার পর্যন্ত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণার মতো জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বিকেলেই ভাসবে কলকাতা সহ একাধিক জেলা! কোথায় কোথায় ঝড়-শিলাবৃষ্টির সতর্কতা? আবহাওয়ার খবর

জানা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে দিনের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা একইরকম থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে রাজ্যের তাপমাত্রা একধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

South Bengal Weather

দক্ষিণবঙ্গের মতোই আমূল বদলে গিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়াও। মার্চের প্রায় শেষের দিকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের একাধিক জেলা। জানা যাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরের জেলা গুলির সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আগামীকাল অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর