পাওয়া যায় ভারতের অলিগলিতে! অথচ এই জিনিসই ঝড় তুলছে আমেরিকা-ইউরোপ-মধ্যপ্রাচ্যে, কি জানেন?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের (India) ঐতিহ্যবাহী পানীয় গলি সোডা এখন দ্রুত আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, ইউরোপ ও উপসাগরীয় দেশগুলিতে এর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।

বাজিমাত করছে ভারতের (India) ঐতিহ্যবাহী পানীয় গলি সোডা:

ইতিমধ্যেই কৃষি ও প্রকৃত খাদ্য পণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ তথা Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) রবিবার এই বিষয়টি সামনে এনেছে।

This Indian thing is becoming popular abroad.

APEDA-র মতে, ফেয়ার এক্সপোর্টের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ভারত (India) গলি সোডার সরবরাহ নিশ্চিত করেছে। এটিকে গলি পপ সোডা হিসেবে পুনরায় ব্র্যান্ড করা হয়েছে এবং উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম রিটেল চেইন লুলু হাইপারমার্কেটে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন: প্রথম ম্যাচেই পরাজয়! RCB-র বিরুদ্ধে কেন জিততে পারলনা KKR? রাখঢাক না রেখেই জানালেন রাহানে

APEDA আরও জানিয়েছে যে, এই পানীয়টি একসময় ভারতেও (India) খুব জনপ্রিয় ছিল। এখন আন্তর্জাতিক বাজারে এটির দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটছে। এর পেছনে কৌশলগত সম্প্রসারণ এবং আধুনিক পুনর্ব্যবহার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: জমে গেল খেলা! ভারত নিয়ে ফেলল বড় সিদ্ধান্ত, মোক্ষম ঝটকা পেল “কাঙাল” পাকিস্তান

এছাড়াও, গলি সোডার পরীক্ষামূলক শিপমেন্ট সফলভাবে আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলিতে পাঠানো হয়েছে। যার কারণে এই পানীয়টি বিশ্ব বাজারে দ্রুত পরিচিতি পাচ্ছে এবং জনপ্রিয় হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর