বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত (India) ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ইতিমধ্যেই বিড জমা দিয়েছে। শুধু তাই নয়, এটি আহমেদাবাদের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। ক্রীড়া মন্ত্রকের একটি শীর্ষ সূত্র গত বৃহস্পতিবার PTI-কে এই তথ্য জানিয়েছে। যেখানে বলা হয়েছে, এই বিষয়টি বিগত কয়েক সপ্তাহ ধরে বিবেচনা দিন ছিল। কমনওয়েলথ গেমস আয়োজনে আগ্রহ দেখানোর সাথে সম্পর্কিত নথি জমা দেওয়ার শেষ দিন হল আগামী ৩১ মার্চ।
ভারতে (India) আয়োজিত হবে অলিম্পিক?
জানিয়ে রাখি, ইতিমধ্যেই ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনকে টার্গেট করেছে ভারত (India)। ঠিক এই আবহেই কমনওয়েলথ গেমস আয়োজন করার ক্ষেত্রেও ভারত ইচ্ছে প্রকাশ করেছে। এমতাবস্থায়, সূত্রটি জানিয়েছে যে, “হ্যাঁ, এটা সত্য, ভারতের বিড ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং গুজরাট রাজ্য দ্বারা প্রস্তুত করা হয়েছে।”
এদিকে, আহমেদাবাদ শহরকে ২০৩০-এর কমনওয়েলথ গেমসের আয়োজন করার জন্য নির্বাচিত করা হয়েছে। এমতাবস্থায়, ভারত (India) এক্ষেত্রে সফল হলে ২০৩৬ অলিম্পিকের আয়োজক হওয়ার জন্যও তারা অনেকটা এগিয়ে থাকবে।
আরও পড়ুন: পাওয়া যায় ভারতের অলিগলিতে! অথচ এই জিনিসই ঝড় তুলছে আমেরিকা-ইউরোপ-মধ্যপ্রাচ্যে, কি জানেন?
আরও জানা গিয়েছে যে, কমনওয়েলথ গেমস ফেডারেশন (CGF) নিজেকে “কমনওয়েলথ স্পোর্ট” হিসেবে ব্র্যান্ড করেছে। সেটি এখন মূল্যায়ন প্রক্রিয়ার নেতৃত্ব দেবে এবং আয়োজনের চূড়ান্ত নিয়োগ CGF-এর সাধারণ পরিষদ দ্বারা সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: প্রথম ম্যাচেই পরাজয়! RCB-র বিরুদ্ধে কেন জিততে পারলনা KKR? রাখঢাক না রেখেই জানালেন রাহানে
জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সম্প্রতি জোর দেওয়ার পরে বিড জমা দেওয়ার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়। এর ফলে বোঝা যায় যে যে ভারত কমনওয়েল গেমস আয়োজনে আগ্রহী। ভারত (India) সর্বশেষ ২০১০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল।