‘কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে…’ রামনবমীর আগে চরম হুঁশিয়ারি সুকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ রামনবমি উপলক্ষ্যে রাজ্যে ১ কোটি হিন্দু নামানোর হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওয়াকিবহাল মহলের মতে এবারের রামনবমি বড় টার্গেট বিজেপির। দিন যত এগোচ্ছে ততই যেন রামনবমী নিয়ে উত্তেজনা পাচ্ছে নতুন মাত্রা। এবার এই রামনবমী ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

বড় প্রশ্ন তুলে দিলেন BJP নেতা সুকান্ত (Sukanta Majumdar)

গতকাল ব্যারাকপুরে ট্রাফিক মোড় পথ অবরোধ করে সভা করেছেন এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (Sukanta Majumdar)।সেখান থেকে রামনবমী নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত।বিজেপি নেতার দাবি, ‘রামনবমী মিছিল ঘিরে কেউ অশান্তি করলে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।’ একইসাথে তিনি স্পষ্ট বলেছেন রাজ্যে রামনবমী যেন কোনো ভাবে রুখে দেওয়া না হয়। আর সেইদিকে তদারকি করার দায়িত্বও তিনি তুলে দিয়েছেন দলের নেতা-কর্মীদের হাতেই। এমনকি,পুলিশ বাঁধা দিতে আসলেও পাল্টা মোকাবিলা করতে হবে,বলে নির্দেশ দিয়েছেন সুকান্ত।

প্রসঙ্গত হেভিওয়েট কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন মন্তব্যের পরেই এবার রামনবমী ঘিরে নতুন মাত্রা পেয়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। সরগরম এই  পরিস্থিতিতে রামনবমী ঘিরে রীতিমতো যুযুধান হয়ে পড়েছে রাজ্যের শাসক-বিরোধী শিবির।

আরও পড়ুন: পোয়া বারো! অষ্টম বেতন কমিশনে এই ফর্মুলায় বেতন ও পেনশন বাড়বে সরকারি কর্মীদের, জানুন

উল্লেখ্য, এই রামনবমীর দিনেই কলকাতার ইডেন গার্ডেনসে KKR বনাম LSG-এর IPL ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু একইদিনে রামনবমী আর ক্রিকেটের ময়দানে ম্যাচ আয়োজন করতে পর্যাপ্ত পুলিশবাহিনী ও নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। তাই এই মর্মে ইতিমধ্য়েই সিএবিকে একটি চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, রামনবমীর জন্য একইদিনে কলকাতায় আইপিএল ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।

Sukanta Majumdar

ম্যাচ বাতিল নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘এরা রামনবমী করতে পারে না, আর রামনবমী হলে বলে যে IPL হবে না। শুনলাম, কলকাতায় বাতিল হয়ে ওই ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে তো বিজেপির সরকার। হিমন্ত বিশ্ব শর্মা একইদিনে IPL ও রামনবমী করাতে পারলে, বাংলা কেন পারছে না?’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর