বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) ২০২৩ সালে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। পরবর্তীতে একই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। গত ফেব্রুয়ারি মাসে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শীঘ্রই সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই বড় নির্দেশ দিয়ে দিল আদালত।
কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?
জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে গত শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কালীঘাটের কাকুর আইনজীবী। সেই সঙ্গেই উচ্চ আদালতের নির্দেশে সুজয়কৃষ্ণের বাড়িতে থাকা কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়েও বেশ কিছু আপত্তি জানিয়েছিলেন তিনি। সোমবার সেই আবেদনের ভিত্তিতেই বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে উচ্চ আদালত (Calcutta High Court)। আগামী ২২ এপ্রিল অবধি তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। চিকিৎসার কারণে সুজয়কৃষ্ণের অন্তর্বর্তী জামিনের মেয়াদ প্রায় এক মাস বৃদ্ধি করা হল। আগামী ২১ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে।
এদিকে গত ফেব্রুয়ারি মাসে কালীঘাটের কাকুকে অন্তর্বর্তী জামিন দেওয়ার সময় বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল, সুজয়কৃষ্ণের (Sujay Krishna Bhadra) ওপর সবসময় কেন্দ্রীয় বাহিনীর নজরদারি থাকবে। সম্প্রতি এই জওয়ানদের আচরণ নিয়ে আদালতে আপত্তি জানান কালীঘাটের কাকু। তাঁর আইনজীবী বলেন, বাড়িতে নজরদারি চালাতে তাঁর মক্কেলের শৌচালয় অবধি ব্যবহার করা হচ্ছে। সর্বক্ষণ এসি চালিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বসে থাকছেন।
অন্যদিকে সিবিআইয়ের (CBI) আইনজীবী পাল্টা বলেন, কোনও ব্যক্তির ওপর নজরদারি চালাতে হলে তাঁর বাড়িতেই জওয়ানদের থাকতে হবে। সেক্ষেত্রে আশ্রয় সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস দরকার তাঁদের। এদিন এই নিয়েও বড় নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ।
হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালীঘাটের কাকুর বাড়ির দরজার বাইরে থাকবেন। বাড়ির বাইরে অস্থায়ী নির্মাণ বানানো হবে। সেখানে জওয়ানদের বসার ও থাকার জায়গা থাকবে। গরমে তাঁদের জন্য পাখার ব্যবস্থা করতে হবে। বিচারপতি বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, কালীঘাটের কাকুর বাড়িতে চিকিৎসক ও আত্মীয়েরা ঢুকতে পারবেন। ব্যাঙ্কের একজন কর্মীকেও বাড়িতে ঢোকার অনুমতি দিতে হবে।