বাংলা হান্ট ডেস্ক: ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নিয়ম না মানায় বিক্ষোভ দেখায় ছাত্ররা, যার জেরে বন্ধ হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিএড-এ ভর্তির প্রক্রিয়া। শুক্রবার বিএড পড়ুয়ারা বিক্ষোভ দেখান বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিউম্যানিটিস বিল্ডিংয়ের সামনে। তাঁদের দাবি, বিএড এর ভর্তির ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করছে বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, ভর্তির ক্ষেত্রে ৮০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে হোম ইউনিভার্সিটির পড়ুয়াদের জন্য। বাকি ২০ শতাংশ বাইরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দের জন্য বরাদ্দ। কিন্তু বিশ্ববিদ্যালয় মানছে না এই নিয়ম, তারই প্রতিবাদে বিক্ষোভ দেখায় বর্ধমান ইউনিভার্সিটির ছাত্ররা।
প্রসঙ্গত, বিএড-এ ভর্তির নোটিশ বের হয় গত বুধবার। নোটিশে বলা হয়, এই ভর্তির প্রক্রিয়া চলবে ২৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত। এইটুকু সময়ের মধ্যেই শুরু হয়ে যায় পড়ুয়াদের বিক্ষোভ। সূত্রে খবর, শুক্রবার রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন ও ডিন অব আর্টস রমেন সর অফিসে আটকে পড়েন বিক্ষোভের জেরে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার