বাংলা হান্ট ডেস্ক: নাগরিকদের অভিনন্দন পাচ্ছেন মহানগরিক ফিরহাদ হাকিম। জনগণের সমস্যা সমাধানে যথাসাধ্য ব্যবস্থা করায় এমত আনন্দাবস্থার সম্মুখীন হলেন মেয়র। শহরের নাগরিকদের সাথে তাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে সরাসরি কথা বলতেই ফিরহাদ ‘মেয়র অন কল’ অনুষ্ঠানের শুরু করেছিলেন। ১ জুলাই থেকে শুরু হয় এই অনুষ্ঠান।
শুরু থেকেই প্রতিটি পর্বে নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শুনে, আধিকারিকদের তা সমাধান করার বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন মেয়র। নাগরিক সমস্যা সমাধানে আধিকারিকরাও সঠিক ভাবে পালন করছিলেন নিজেদের কর্তব্য। এতদিন আধিকারিক রিপোর্টে কাজের প্রগতির খবরা খবর পেতেন মেয়র। কিন্তু ব্যতিক্রম ভাবে, এবার সরাসরি এল অভিনন্দন বার্তা।
দিন কয়েক আগে, শহরের এক নাগরিক মেয়র কে ফোন করে বলেন ‘আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার স্বামী আমাদের বাড়ির জলের লাইনের সমস্যা নিয়ে আপনাকে ফোন করেছিলেন। পুরসভার কর্মীরা এসে ঠিক করে দিয়ে গিয়েছেন। আপনি কথা রেখেছেন। সে জন্য আপনাকে অভিনন্দন।’ এরকম অপ্রত্যাশিত বার্তায় খানিকটা বিহ্বল হয়ে ওঠেন মেয়র, আগামী দিনে আরো ভালো কাজ করার দাবি রাখছে ফিরহাদ হাকিমের এই ‘মেয়র অন কল’ শো।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার