‘বাঙালির পেটে লাথি মারাটাই ওদের কাজ’! কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ কল্যাণের

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে একাধিকবার সরব হয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। আবাস যোজনা থেকে একশো দিনের কাজ, নানান প্রকল্পে রাজ্যকে বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল (Trinamool Congress)। গ্রামোন্নয়নের টাকা নিয়েও বহুবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনা হয়েছে। এবার এই নিয়ে সংসদ চত্বরে সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। কেন্দ্রীয় মন্ত্রীর জবাব শোনার পরেই এই প্রতিক্রিয়া দেন তিনি।

‘ক্রিমিনাল কেস’ করার পরামর্শ কল্যাণের (Kalyan Banerjee)!

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে বঞ্চনা ইস্যুকে ‘হাতিয়ার’ করতে চায় তৃণমূল। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। এরপর থেকেই এই নিয়ে ময়দানে নেমে পড়ল জোড়াফুল শিবির।

এদিন সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন কেন্দ্রীয় বকেয়া নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল (TMC) সাংসদ বাপি হালদার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে তিনি প্রশ্ন করেন, গ্রামোন্নয়ন খাতে পশ্চিমবঙ্গকে কত টাকা দেওয়া হয়েছে?

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP! হঠাৎ কী হল? তোলপাড় বাংলা

লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিগত তিন বছরে একশো দিনের কাজ তথা মনরেগায় কোনও টাকা দেওয়া হয়নি। এই উত্তর শোনার পরেই ‘অসন্তুষ্ট’ তৃণমূল সাংসদরা ওয়াকআউট করেন। এরপর এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন শ্রীরামপুরের সাংসদ।

TMC MP Kalyan Banerjee and 9 other suspended for chaos over Waqf Bill in JPC meeting

এদিন সংসদ চত্বরে দাঁড়িয়েই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ান কল্যাণ (Kalyan Banerjee)। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কড়া আক্রমণ করেন তৃণমূল সাংসদ। বলেন, ‘আবাস যোজনা, সড়ক যোজনার টাকা দিচ্ছে না ওরা। বলা হচ্ছে, ২৫ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। সেটাই যদি হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ‘ক্রিমিনাল কেস’ করুক। কিন্তু তাই বলে কোটি কোটি মানুষকে বঞ্চনা করা যায় না। বাঙালির পেটে লাথি মারাটাই ওদের কাজ’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X