বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার চাহিদা এখন তুঙ্গে। চাহিদার কথা মাথায় রেখে দেশের প্রথম সারির একাধিক গাড়ি সংস্থা নিত্যদিন লঞ্চ করছে বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। এবার দেশের শীর্ষ টু হুইলার ম্যানুফ্যাকচারার Honda লঞ্চ করে ফেলল তাদের নতুন ইলেকট্রিক স্কুটার মডেল Activa E।
নতুন ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) আনল Honda
একাধিক প্রিমিয়াম ফিচার্স সহ Honda নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের মডেল Activa E। Honda Activa E-এর বেস মডেলের এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র ১.১৭ লক্ষ টাকা থেকে। এই মডেলটির শীর্ষ ভ্যারিয়েন্টের দাম শুরু ১.৫২ লক্ষ টাকা থেকে। নয়া এই ইলেকট্রিক স্কুটারের মডেলে একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য যোগ করেছে Honda।
আরও পড়ুন : টলিপাড়ায় নয়া “ট্রেন্ড”, বিয়ের দু মাসের মধ্যেই সুখবর! বাবা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়ক
TFT ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ সংযোগ সহ টার্ন-বাই-টার্ন নেভিগেশন, LED হেডলাইট, DRL, টেল লাইট এবং একটি ব্যাটারি-সোয়াপিং সিস্টেম Activa E মডেলটিকে করে তুলেছে অনন্য। ১.৫ কিলোওয়াট/ঘন্টা ক্ষমতা সম্পন্ন দুটি রিমুভেবল ব্যাটারি প্যাক আপনাকে দেবে দুর্দান্ত মাইলেজ। সংস্থার দাবি, একবার ফুল চার্জ দিলে ১০২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম Activa E।
আরও পড়ুন : শিল্প আসবে বাংলায়? লন্ডনে মমতার বাণিজ্য সম্মেলন নিয়ে আশা জাগালেন কুণাল
স্কুটারের 6kW মোটর দেবে সর্বোচ্চ 8 bhp-এর পাওয়ার। সংস্থাটি জানিয়েছে, ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতি দেবে তাদের নয়া এই ইলেকট্রিক স্কুটার। পাশাপাশি অত্যাধুনিক এই ইলেকট্রিক স্কুটারটিতে দেওয়া হয়েছে একটি USB টাইপ-সি আউটলেট। যাতায়াতের সময়ে USB টাইপ-সি আউটলেটের মাধ্যমে মোবাইল চার্জিংও করতে পারবেন চালক। পাশাপাশি ২৬ লিটারের একটি বড় আন্ডার-সিট স্টোরেজ বক্স হোন্ডার এই ইলেকট্রিক স্কুটির অন্যতম বড় বৈশিষ্ট্য।
প্রসঙ্গত, কিছুদিন আগে প্রকাশিত একটি তথ্য অনুসারে, ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের গ্রাফ এখন ক্রমশ উর্ধ্বমুখী। গত ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটারের তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাজাজের চেতক। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাজাজ অটোর ইলেকট্রিক স্কুটার বিক্রি বৃদ্ধি পেয়েছে ৮২ শতাংশ। বাজাজের পাশাপাশি সর্বাধিক বিক্রিত স্কুটারের তালিকায় হয়েছে টিভিএস, অ্যাথার, ওলা, অ্যাম্পিয়ার, হিরো ভিডা, পিওর ইভি, বিগাউস, কাইনেটিক এনার্জি এবং রিভোল্ট মোটরসের মতো সংস্থাগুলি।