বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকদিন শয়ে শয়ে মহিলারা পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে করে নানান প্রান্তে যাতায়াত করেন। ফলে মহিলা যাত্রীদের সুবিধার্থে প্রত্যেকটি লোকাল ট্রেনেই (Local Train) দুটি করে কোচ সংরক্ষিত থাকে। এবার শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে মহিলাদের জন্য কোচের সংখ্যা বাড়তে চলেছে।
পূর্ব রেলের (Eastern Railway) বড় পদক্ষেপ
ইতিমধ্যেই পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে যে, লোকাল ট্রেনের দুটি কোচ আগের মতই মহিলাদের জন্য সংরক্ষিত রাখার পাশাপাশি এখন থেকে দু’প্রান্তের দুটি কোচের অর্ধেক অংশেও শুধুমাত্র মহিলা যাত্রীরাই উঠতে পারবেন। এককথায় বলতে গেলে, এতদিন লোকাল ট্রেনে দুটি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকত। এবার সেই সংখ্যাটা তিন হবে। পুরুষরা এইসব কোচে উঠতে পারবেন না।
আরও পড়ুন : প্রথম পাঁচে থেকেও এত বড় “ঝটকা”! রাতারাতি বদলে যাচ্ছে জলসার জনপ্রিয় মেগার নায়ক-নায়িকা
প্রসঙ্গত উল্লেখ্য, শিয়ালদা মেন, শিয়ালদা উত্তর এবং শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনে মহিলা নিত্যযাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। যদিও বেশ কয়েকটি লাইনে শুধুমাত্র মহিলাদের জন্য মাতৃভূমি লোকাল চলছে, তবুও মহিলারা যাতে আরো সহজে লোকাল ট্রেনে যাতায়াত করতে পারেন সেই কারণেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি, পূর্ব রেলের (Eastern Railway) তরফে মহিলা যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলেও দাবি করা হয়েছে।
যদিও, অনেকেই মনে করছেন যে, শুধু মহিলা কামরার সংখ্যা বাড়িয়েই কোনও লাভ হবে না। মহিলারা যাতে নিশ্চিন্তে ট্রেনে সফর করতে পারেন সেই কারণেই অধিক আরপিএফ মোতায়েন করতে হবে। অনেক সময়ই ট্রেনে পর্যাপ্ত আরপিএফ মোতায়েন থাকে না বলে অভিযোগ ওঠে। ফলে নারী নিরাপত্তা সংক্রান্ত বিষয়টির উপর রেলের বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।