জমে যাবে গল্প, জি বাংলার এই মেগায় এন্ট্রি নতুন নায়কের! তুড়ি মেরে হবে স্লট দখল

বাংলাহান্ট ডেস্ক : পরপর বেশ কয়েকটি নতুন সিরিয়াল (Serial) শুরু হয়েছে বিভিন্ন চ্যানেলে। কড়া প্রতিযোগিতার মাঝে বেশ ভালো টিআরপি তুলছে নতুন ধারাবাহিকগুলি। শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রায় সব নতুন সিরিয়াল ভালো টিআরপি তুলে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে। দর্শক ধরে রাখতে এবার নতুন নতুন চরিত্র এন্ট্রি নিচ্ছেন সিরিয়ালে (Serial)।

ভালো টিআরপি দিচ্ছে নতুন সিরিয়ালগুলি (Serial)

জি বাংলায় নতুন শুরু হওয়া তিনটি সিরিয়ালই (Serial) বেশ চমক দেখাচ্ছে টিআরপি তালিকায়। এর মধ্যে দুটি স্লট লিডারও হয়েছে। অন্যদিকে সাড়ে ছটার স্লটে শুরু হওয়া ‘চিরদিনই তুমি যে আমার’ প্রথম টিআরপিতে (Serial) প্রতিপক্ষকে টেক্কা দিতে না পারলেও দর্শক মহলে ভালোই প্রতিক্রিয়া পেয়েছে।

This actor reportedly entering in zee bangla serial

এন্ট্রি নতুন চরিত্রের: অসমবয়সী এই প্রেম কাহিনি বেশ পছন্দ করছেন দর্শকরা। দিতিপ্রিয়া জিতুর জুটিও প্রশংসা পাচ্ছে দর্শক মহলে। সবে শুরু হয়েছে ধারাবাহিকটি (Serial)। এখনো অনেক রহস্যই উদঘাটিত হওয়া বাকি। সেই সঙ্গে সিরিয়ালের (Serial) কিছু নতুন চরিত্রদের সঙ্গেও পরিচয় হওয়া বাকি। এখনো পর্যন্ত নায়িকা অপর্ণার পরিবারকে দেখেছে দর্শক। কিন্তু নায়ক আর্য সিংহ রায়কে নিয়ে রয়ে গিয়েছে অনেক রহস্য।

আরো পড়ুন : বিজেতা হওয়ার দৌড়ে এগিয়ে, ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগী মানসীর আসল পরিচয় জানেন?

কে আসছেন নতুন নায়ক হয়ে: ইতিমধ্যেই জানা গিয়েছে, নতুন দুই অভিনেত্রী পা রাখতে চলেছেন এই সিরিয়ালে (Serial)। এবার নতুন গুঞ্জন বলছে, আরো এক অভিনেতা যোগ দিতে চলেছেন গল্পে। সিরিয়ালে দ্বিতীয় নায়ক হিসেবে নাকি উঠে আসবেন তিনি। জল্পনা বলছে, এই নতুন চরিত্রে এন্ট্রি নিতে পারেন অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী। 

আরো পড়ুন : প্রথম পাঁচে থেকেও এত বড় “ঝটকা”! রাতারাতি বদলে যাচ্ছে জলসার জনপ্রিয় মেগার নায়ক-নায়িকা

শোনা যাচ্ছে, নায়কের ভাইয়ের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। ইতিমধ্যেই নাকি চরিত্রটির লুক সেট হয়ে গিয়েছে। তবে এখনও শুটিং শুরু হয়নি। মনে করা হচ্ছে, নেতিবাচক চরিত্রে দেখা মিলতে পারে অর্কজ্যোতির।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X