ঐতিহাসিক রায়! ৬০ বছর হওয়ার একদিন আগে মৃত্যু হলে চাকরি পাবেন পরিবারের সদস্যরা?

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরির ক্ষেত্রে কমপেনশানেট অ্যাপয়েন্টমেন্ট বিষয়টি রয়েছে। এই কমপেনশানেট অ্যাপয়েন্টমেন্ট নিয়েই এবার ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্ট জানিয়ে দিল কোনও সরকারি কর্মী ৬০ বছর পূর্ণ হওয়ার একদিন আগে মৃত্যু হলেও তাঁর পরিবারের সদস্যরা সেই চাকরি (compassionate appointment) পাওয়ার যোগ্য।একটি মামলার প্রেক্ষিতে এমনই রায় দিল উচ্চ আদালত।

কমপেনশানেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঐতিহাসিক রায় (Calcutta High Court)

জানা গিয়েছে, মামলাকারীর বাবা ছিলেন হাইস্কুল কর্মী। কর্মরত অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপরই কমপেশনেট অ্যাপমেন্টের আবেদন জানান ছেলে মনিকুল হোসেন। যদিও স্কুল সার্ভিস কমিশন সেই আবেদন খারিজ করে। কমিশন জানিয়ে দেয়, ওই শিক্ষকের জন্ম ১৯৬১ সালের ২ জানুয়ারি। তিনি ২০২১ সালের ১ জানুয়ারি মারা যান। মৃত্যুকালে তাঁর ৬০ বছর বয়স পূর্ণ হয়েছিল। তাই এক্ষেত্রে কমপেনশানেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যোগ্য নন অন্যরা।

High Court

এদিকে স্কুল সার্ভিস কমিশনের যুক্তিকে চ্যালেঞ্জ করে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তির ছেলে মনিকুল। তার দাবি, তাঁর মক্কেলের বাবার জন্ম তারিখ ২ জানুয়ারি ১৯৬১। তিনি মারা গিয়েছিলেন ১ জানুয়ারি ১৯২১ তারিখে। ফলত মৃত্যুকালে ৬০ বছর হতে তাঁর একদিন বয়স বাকি ছিল তাঁর। বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে মামলা উঠে।

হাইকোর্টে রাজ্য জানায়, এসএসসির নিয়মানুযায়ী ২০০৯-এর পাঁচ নম্বর শিডিউল অনুযায়ী ওই শিক্ষাকর্মীর ৬০ বছর পূর্ণ হয়েছে ১ জানুয়ারি ১৯২১ তারিখেই। বিচারপতির পর্যবেক্ষণ, ওই কর্মী ২০২১ সালের ৩১ জানুয়ারি অবসর নিতেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৫৯ বছর ১১ মাস ২৯ দিন। তিনি যদি ২০২১ ২ জানুয়ারি মারা যেতেন সেক্ষেত্রে তিনি ৬০ বছর পূর্ণ করতেন।

Calcutta High Court

আরও পড়ুন: অসন্তোষ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের! এরই মধ্যে বেতন সুখবর আসতে চলেছে এদের জন্য

এই মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতির নির্দেশ, মামলাকারীর আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচনা করতে হবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X