বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে চর্চায় রয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) ‘মেজাজ’। বছর ঘুরলে রাজ্যে বিধানসভার নির্বাচন। তার আগে এখনও পর্যন্ত বাংলায় বিজেপির রাজ্য সভাপতির নাম চূড়ান্ত না হওয়ায় চলছে ব্যাপক চাপানউতর। এছাড়া এই মুহূর্তে বাংলায় ব্যাপক নড়বড়ে বিজেপির সংগঠন। এমন সময় বঙ্গ রাজনীতিতে একেবারে ‘উল্কার গতিতে’ দিলীপ ঘোষের উত্থান থেকে শুরু করে তিনি যেভাবে হুমকি-হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করে চলেছেন তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
আবার দাবাং মুডে দিলীপ ঘোষ (Dilip Ghosh)
প্রশ্ন উঠছে, রাজ্য রাজনীতিতে কি আরও একবার স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)? এপ্রসঙ্গে এদিন প্রাক্তন সাংসদ জানিয়েছেন,’দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ একাই আছে। পার্টির কর্মীরা আছে।’ এরপর তিনি নিজেই পালটা প্রশ্ন করেন, ‘কে কোণঠাসা করবে দিলীপ ঘোষকে?’ একের পর এক এমনই মন্তব্য করে আরও একবার লাইমলাইটে এসেছেন এই প্রবীণ নেতা।
আরও এক জোরালো মন্তব্য করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন বলেছেন, তিনি রাজনীতি করেন নিজের ক্ষমতায়। যা নিয়ে এই মুহূর্তে ব্যাপক জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন প্রান্তের মানুষের সাথে জনসংযোগ করতে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন দিলীপ ঘোষ। আজ তিনি তেমনই গিয়েছিলেন নদীয়ার কৃষ্ণনগরের সদর হাসপাতাল মোড়ে।
আরও পড়ুন: খুন-ধর্ষণের হুমকি! TMCP কর্মীদের মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, উত্তপ্ত যোগেশ
প্রথমে শুরু হয় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি। সে সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষিত নিজস্ব মেজাজেই যেন আরও একবার আক্রমণাত্মক হয়ে উঠলেন। প্রসঙ্গত গতকাল কাটোয়ায় অগ্রদ্বীপের গোপিনাথ মেলায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে পুজো দেওয়ার পর মেলা থেকে একটি ধারালো দা কিনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি বলেছিলেন,’দা-এর অনেক কাজ আছে। এক দা-এ অনেক কাজ হয়ে যাবে।’ যা নিয়ে মাথাচাড়া দিয়েছিল নতুন জল্পনা।
প্রসঙ্গত গতকাল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর দিলীপ ঘোষকে প্রকাশ্যে সমর্থন করেছেন। সেব্যাপারে এদিন দিলীপ ঘোষ সটান বললেন, ‘আমাকে কে কীভাবে সমর্থন করল, তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি এবং কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি। হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল, এখনও রয়েছে। তাই সে আমাকে সমর্থন করল নাকি শত্রুতা করল। তাতে আমার কিছু যায় আসে না।’