‘অবিলম্বে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে’! নিয়োগ নিয়ে কড়া নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট! কোন মামলায়?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক থেকে পুরসভা, রাজ্যে একাধিক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ উঠেছে। যার জেরে বন্ধ রয়েছে বহু নিয়োগ। এই আবহে নিয়োগ আটকে থাকা নিয়ে উষ্মা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ‘অবিলম্বে রাজ্যকে (Government of West Bengal) ব্যবস্থা নিতে হবে’, নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

কোন মামলায় এই নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?

জানা যাচ্ছে, মঙ্গলবার উচ্চ আদালতে একটি জামিন মামলার শুনানি ছিল। তখনই রাজ্যের নিম্ন আদালতগুলিতে শূন্যপদের বিষয়ে রাজ্যকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। শূন্যপদ পূরণ না হওয়া দুর্ভাগ্যজনক, মন্তব্য আদালতের।

মালদহ নিবাসী রফিকুল শেখ নামের একজন ব্যক্তি বিগত দু’বছর দু’মাস ধরে জেলবন্দি। তিনি জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে রফিকুলের আইনজীবী সৌম্যজিৎ দাস মহাপাত্র বলেন, ‘নিম্ন আদালতে বিচারক নেই। সেই কারণে শুনানি হচ্ছে না’।

আরও পড়ুনঃ ঐতিহাসিক রায়! ৬০ বছর হওয়ার একদিন আগে মৃত্যু হলে চাকরি পাবেন পরিবারের সদস্যরা?

একথা শোনার পরেই রফিকুল নামের ওই ব্যক্তির জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। সেই সঙ্গেই বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের (Justice Arijit Banerjee) ডিভিশন বেঞ্চের নির্দেশ, আমরা একাধিক মামলার ক্ষেত্রে এই একই অবস্থা দেখছি। শূন্যপদ পূরণ না হওয়া দুর্ভাগ্যজনক। ফৌজদারি আদালতের কার্যবিধি এভাবে চলতে পারে না। শূন্যপদ পূরণে অবিলম্বে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে।

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হলেও এদিনই রাজ্যের নিম্ন আদালতগুলিতে ওবিসি এ এবং ওবিসি বি সংক্রান্ত শূন্যপদ পূরণের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট প্রশাসন।

Calcutta High Court

বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চের নির্দেশের পরেও রাজ্যের নিম্ন আদালতগুলিতে ওবিসি এ এবং ওবিসি বি সংক্রান্ত শূন্যপদগুলি পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। মামলাকারী এই বিষয়টি ডিভিশন বেঞ্চের নজরে নিয়ে আসেন। এরপরেই কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষকে ওই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করতে বলে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। সেই অনুযায়ী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট প্রশাসন।

একদিকে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নিম্ন আদালতগুলিতে শূন্যপদ নিয়ে উষ্মা প্রকাশ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে উচ্চ আদালতের (Calcutta High Court) ওবিসি সংক্রান্ত নির্দেশের জেরে নিম্ন আদালতগুলিতে ওবিসি এ এবং ওবিসি বি সংক্রান্ত শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট প্রশাসন। এরপর কী হয় এবার সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X