বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই এক নাবালিকার যৌন নির্যাতনের মামলায় বিতর্কিত পর্যবেক্ষণ করে দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। ওই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল,’স্তন স্পর্শ করা এবং পাজামা দড়ি ছিঁড়ে ফেলা ধর্ষণের চেষ্টা নয়!’ একজন বিচারকের এহেন পর্যবেক্ষণ ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছিল তুমুল সমালোচনা। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলায় নিজে থেকেই হস্তক্ষেপ করেছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)।
এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত পর্যবেক্ষণ নিয়ে কি বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
বুধবার ওই মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের ওই বিতর্কিত পর্যবেক্ষণে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। একইসাথে এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণকে অসংবেদনশীল বলে উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র ডিভিশন বেঞ্চ এদিন এই স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে স্থগিতাদেশ জারি করেছেন।
প্রসঙ্গত গত ১৭ মার্চ এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলায় ‘বিতর্কিত’ পর্যবেক্ষণ করে বিরাট শোরগোল ফেলে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এরপর হাইকোর্টের ওই রায়ের বিতর্কিত অংশটি অপসারণের দাবি জানিয়ে আবেদন করা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। এবার ওই মামলায় সুপ্রিম কোর্টের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে ভবিষ্যতে বিচারকরা যেন এই ধরনের বিতর্কিত মন্তব্য আর না করেন।
আরও পড়ুন: মদ্যপানের অভ্যাস গোপন করলে বাতিল হবে স্বাস্থ্যবিমা? বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট
এলাহাবাদ হাইকোর্টের এই পর্যবেক্ষণ মেনে নিতে পারেননি কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। এই বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপ দাবি করেছিলেন। আইনজীবিদের অধিকাংশও এলাহাবাদ হাইকোর্টের এই পর্যবেক্ষণের তীব্র নিন্দায় সরব হয়েছেন। তাঁরা সকলে জানিয়েছেন বিচারকদের আরও সংযত থাকা উচিত।
