শুধুমাত্র IPL থেকেই BCCI-র আয় হচ্ছে ১১,৭০০ কোটি! তবুও দিতে হয় না ট্যাক্স, কেন জানেন?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে আরও জনপ্রিয় হয়ে উঠছে ভারতীয় ক্রিকেটের অন্যতম টুর্নামেন্ট IPL (Indian Premier League)। সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীরাই নজর রাখেন IPL-এর দিকে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই টুর্নামেন্টে নিলাম থেকে শুরু করে দলের চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত খরচ হয় হাজার হাজার কোটি টাকা।

IPL (Indian Premier League) থেকে বিপুল আয় BCCI-এর:

আসলে, এই টুর্নামেন্ট (Indian Premier League) আয়োজনের জন্য BCCI একাধিক বড় স্পনসর পায়। যেগুলির মাধ্যমে বিপুল আয় হয়। তবে, আমাদের দেশে আয়ের হার নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে প্রদান করতে হয় আয়কর। কিন্তু BCCI তার আয়ের ওপর সরকারকে শূন্য কর দেয়। মানে BCCI-এর ওপর কোনও ট্যাক্স লাগু হয় না। হ্যাঁ, প্রথমে এই বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Indian Premier League income update BCCI.

IPL থেকে কত টাকা আয় হয়: BCCI-এর বার্ষিক রিপোর্ট অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৩ সালের IPL (Indian Premier League) থেকে ৫,১২০ কোটি টাকা আয় করেছে। যেটি তার আগের বছর অর্থাৎ ২০২২ সালের IPL-এর ২,৩৬৭ কোটি টাকার চেয়ে ১১৬ শতাংশ বেশি। ২০২৩ সালে, শুধুমাত্র IPL থেকে BCCI-এর মোট আয় ছিল ১১,৭৬৯ কোটি টাকা। যা তার আগের বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি ছিল। কিন্তু তারপরেও BCCI-কে ট্যাক্স দিতে হচ্ছে না।

আরও পড়ুন: PNB-র গ্রাহকেরা হয়ে যান সাবধান! এই কাজটি না করলেই বন্ধ হবে অ্যাকাউন্ট, সতর্ক করল ব্যাঙ্ক

BCCI ট্যাক্স দেয় না কেন: জানিয়ে রাখি, ২০২১ সালে, আয়কর আপিল ট্রাইব্যুনাল (ITAT) BCCI-এর পক্ষে রায় দেয়। ট্রাইব্যুনাল স্বীকার করেছে যে, যদিও BCCI আইপিএল থেকে প্রচুর অর্থ উপার্জন করছে, তবে, তার মূল উদ্দেশ্য ক্রিকেটের প্রচার করা।এই কারণে, BCCI কর থেকে ছাড় পেয়েছে কারণ বোর্ডের আয় ক্রিকেটের প্রচারে ব্যবহৃত হয়। এই সিদ্ধান্তটি ২০২১ সালের ২ নভেম্বর গৃহীত হয়েছিল। তবে, IPL (Indian Premier League)-এর খেলোয়াড়দের আয়ের ওপর কর আরোপিত হয়। আসলে BCCI আয়করের 12A ধারার অধীনে একটি চ্যারিটেবল সংস্থা হিসাবে নিবন্ধিত। এর মানে হল যে তাদের IPL থেকে আয়ের ওপর আয়কর দিতে হবে না, কারণ BCCI ক্রিকেটের প্রচারের জন্য গঠিত হয়েছে।

আরও পড়ুন: রাহুলের ঘটনার পুনরাবৃত্তি? ম্যাচ হারার পর পন্থকে কী বললেন গোয়েঙ্কা? ভিডিও ভাইরাল হতেই শুরু হইচই

কী জানিয়েছে BCCI: ET-র রিপোর্ট অনুসারে, ২০১৬-১৭ সালে, আয়কর বিভাগ BCCI-কে ৩ টি শো-কজ নোটিশ পাঠিয়েছিল। যেখানে BCCI-কে দেওয়া কর ছাড় বাতিল করতে বলা হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল তারা IPL (Indian Premier League) থেকে আয় করছে। কিন্তু ট্রাইব্যুনাল এই যুক্তি খারিজ করে দেয়। পাশাপাশি জানানো হয়, IPL একটি ক্রীড়া টুর্নামেন্ট। যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। এর ফলে স্পনসরশিপ ও ফান্ড বাড়লেও এর মানে এই নয় যে ক্রিকেটের প্রচারের উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে। রিপোর্ট অনুসারে, BCCI বলেছে যে, আয়কর বিভাগ ক্রিকেট বোর্ডের সামগ্রিক কার্যকলাপের দিকে নজর না দিয়ে শুধুমাত্র IPL থেকে উদ্বৃত্ত অর্থের ওপর দৃষ্টিনিক্ষেপ করছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X