৪৮ ঘণ্টা আগেই ‘হাউসফুল’! বাংলার মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে কাতারে কাতারে মানুষ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সুদূর লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটির অন্তর্গত কেলগ কলেজের হলে আজ বক্তব্য রাখবেন অতি জনপ্রিয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই বিগত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর নিয়ে বঙ্গবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। জানা যাচ্ছে,আজ এই অনুষ্ঠান শুরুর ৪৮ ঘন্টা আগেই নাকি সংশ্লিষ্ট হলঘর ‘হাউজফুল’ হয়ে গিয়েছে। সংবাদ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে এমনটাই দাবি করা হয়েছে।

মমতার (Mamata Banerjee) ভাষণ শুরুর ৪৮ ঘণ্টা আগেই ‘হাউসফুল’

জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেই বক্তব্য শোনার জন্য ব্যাপক  আগ্রহ তৈরী হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যেও। প্রসঙ্গত এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন। তাঁদের মধ্যেই রয়েছেন অনেক বাঙালি পড়ুয়াও। তাই খুব স্বাভাবিকভাবেই তাঁদের মধ্য়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নিয়ে তৈরী হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

জানা যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে ঠিক করা হয়েছে বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ থাকবে। তবে এক্ষেত্রেও দর্শক আসন আগাম বুক করে রাখতে হচ্ছে। সেই প্রক্রিয়া অনুসারেই দাবি করা হচ্ছে, অনুষ্ঠান শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগেই এই সভা হাউস ফুল হয়ে গিয়েছে।  তারপরেও নাকি দর্শক আসন বুক করার আবেদন আসছে ‘কাতারে কাতারে’। জানা যাচ্ছে সেই সমস্ত আবেদনকারীদের মধ্যে অনেকেই ওয়েটিং লিস্টে রয়েছেন।

আরও পড়ুন: ‘স্তন চেপে ধরা ধর্ষণের চেষ্টাই নয়!’ হাইকোর্টের বিতর্কিত পর্যবেক্ষণে এবার বিরাট অ্যাকশন সুপ্রিম কোর্টের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যাতে ভার্চুয়ালি শোনা ও দেখা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। জানা যাচ্ছে,তার জন্য কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট লিংক  তৈরি করে দেওয়া হবে। সেখানে ক্লিক করলেই বাংলার মুখ্যমন্ত্রীর ওই ভাষণ শোনা যাবে।  প্রসঙ্গত লন্ডনের সময় অনুসারে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুষ্ঠান শুরু হবে।

Mamata Banerjee

জানা যাচ্ছে, বৃহস্পতিবার অনুষ্ঠানের শুরু হবে আপ্যায়ন পর্ব দিয়ে। তারপর শুরু হবে মূল আলোচনা। এই অনুষ্ঠানের শিরোনাম হল- ‘সামাজিক উন্নয়ন – বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’। মূলত তৃণমূল সরকারের আমলে বাংলায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও উঠে আসবে বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের কথাও। অনুষ্ঠান মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন – কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিচি এবং এই কলেজেরই ‘ফেলো’ তথা বিশিষ্ট শিল্পোদ্যোগী লর্ড করণ বিলিমোরিয়া। এছাড়াও,বিশেষ অতিথি হয়ে হাজির থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X