‘খুনের চেষ্টা’য় দোষী সাব্যস্ত হতেই ‘শরীর খারাপ’! হাসপাতালে ভর্তি ৪ তৃণমূল নেতা! তারপর যা হল…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ‘খুনের চেষ্টা’য় দোষী সাব্যস্ত হয়েছিলেন ১৩ জন। তবে শাস্তি ঘোষণার আগেই ‘অসুস্থ’ হয়ে পড়লেন চারজন তৃণমূল (Trinamool Congress) নেতা। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। BDA চেয়ারপার্সন সহ মোট ৪ জন ‘অসুস্থ’ হয়ে পড়েছেন। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারেননি তাঁরা।

‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি কোন ৪ জন তৃণমূল (Trinamool Congress) নেতা?

জানা যাচ্ছে, আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথেই ‘অসুস্থ’ হয়ে পড়েন BDA চেয়ারপার্সন কাকলি গুপ্ত তা, তৃণমূল কংগ্রেসের রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ, বর্ধমান ১-এর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ভট্টাচার্য এবং রায়ানের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি শেখ জামাল। এই চারজনই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন।

এই অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল আদালতে গরহাজির ছিলেন চারজন তৃণমূল (Trinamool Congress) নেতা। যার ফলে ১৩ জনের সাজা স্থগিত রাখেন বর্ধমান ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। মঙ্গলবারের জন্য এই সাজা ঘোষণা স্থগিত রাখা হয়। দোষী সাব্যস্ত হওয়া ৪ জন আদালতে সশরীরে উপস্থিত না থাকায় এই সিদ্ধান্ত নেন বিচারক।

আরও পড়ুনঃ ‘এই’ পরিবারগুলিকে বাংলার বাড়ি বানিয়ে দেওয়া হবে! ঘোষণা পুরমন্ত্রী ফিরহাদের! কাদের কপাল খুলল?

বুধবার এই চারজনকে সশরীরে অথবা ভার্চুয়ালি হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিটেনডেন্টকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এই বিষয়ে সরকারি আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় বলেন, ১৩ জনের মধ্যে যেহেতু ৪ জন শারীরিক অসুস্থতার কারণে এদিন অনুপস্থিত ছিলেন, সেই কারণে আজকের মতো বিচারক রায়দান স্থগিত রেখেছেন। আগামীকাল তাঁদের সশরীরে বা ভার্চুয়ালি হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেল সুপারকে এই নির্দেশ দিয়েছেন বিচারক। আগামীকাল তাঁরা হাজির থাকলে বিচারক রায় দেবেন। একই কথা বলেছেন আসামীপক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাসও।

trinamool congress tmc flags

এদিকে সাম্প্রতিক অতীতে একাধিক তৃণমূল (TMC) কাউন্সিলরকে গুলি করে খুন করা হয়েছে। গত বছর অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষ। এমতাবস্থায় কামারহাটিতে শ্যুটআউটের পর প্রাণ সংশয়ে ভুগছিলেন তৃণমূলের আরেকজন কাউন্সিলর। খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কামারহাটি পুরসভার ২৯ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলর নির্মলা রাই বলেন, ‘আমিও ভয় পাচ্ছি। আমাকেও ধমকি দেওয়া হয় যে ঢলুর (অনুপম দত্ত) মতো তোমারও হবে’। বেলঘরিয়ায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা গুলিবিদ্ধ হওয়ার পর প্রাণ সংশয়ে ভুগছিলেন তৃণমূল কাউন্সিলর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X