ফের শুরু উত্থানের, বিজেপি থেকে যোগদান তৃণমূলে

 

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ

শনিবার,পুর্ববর্ধমানের সাত নম্বর ওয়ার্ডের তিনকোনিয়া গুডশেড নেতাজী ক্লাবের সামনে তৃণমূল কংগ্রেসের এক পথসভা হয় ।এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ইফ্তিকার আহমেদ,তৃণমূল নেতা খোকন দাস,প্রাক্তন কাউন্সিলার শেখ বাসিরুদ্দিন,সাহবুদ্দিন খান প্রমুখ।

 

এদিনের সভায় সাতজন বিজেপি কর্মী ও নেতার নেতৃত্বে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয়।

IMG 20190727 WA0048 1

এই বিষয়ে তৃণমূলের নেতাদের বক্তব্য, যারা বিজেপিতে চলে গিয়েছিলেন,বা বিজেপি করছে,সেই সব কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর আস্থা রেখে তৃণমূল যোগ দিয়েছেন কারন তারা তৃণমূল নেত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চায়।

সম্পর্কিত খবর