বাংলা হান্ট ডেস্কঃ পুলিশি অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। এবার তাদের পক্ষেই রায় দিয়ে দিল উচ্চ আদালত। বেশ কিছু শর্ত বেঁধে অনুমতি দিয়েছেন বিচারপতি। ফলে বৃহস্পতিবার পদ্ম শিবিরের কর্মসূচিতে আর কোনও বাধা রইল না।
কোন মামলায় বিজেপির পক্ষে রায় দিল হাইকোর্ট (Calcutta High Court)?
গত বুধবার বারুইপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিজেপির। সেই মতো সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি বিধায়করা। তবে বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দুর (Suvendu Adhikari) গাড়িতে তৃণমূলি হামলার অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে আগামী ২৭ মার্চ তথা বৃহস্পতিবার বারুইপুর এসপি অফিসের সামনে সমাবেশের ডাক দেয় বিজেপি। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও অনুমতি মেলেনি। এরপর জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত।
আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগেই জোর ধাক্কা! পদত্যাগ করলেন BJP-র এই ‘হেভিওয়েট’ নেতা! তোলপাড় বাংলা
আগামীকাল বারুইপুরে বিক্ষোভ কর্মসূচি করতে পারবে বিজেপি। বুধবার এমনটাই জানিয়েছে হাইকোর্ট। তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, ওই কর্মসূচিতে ১ হাজারের বেশি লোক রাখা যাবে না। দুপুর ২টো থেকে বিকেল ৫টা অবধি কর্মসূচি চলবে। মাইকের সংখ্যাও নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্ট।
২৫টি মাইক নিয়ে ৩ ঘণ্টার ওই কর্মসূচি করতে পারবে পদ্ম শিবির। তবে হাসপাতালে চত্বরের ৫০০ মিটারের মধ্যে মাইক বাজানো যাবে না বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
উল্লেখ্য, বিধানসভা অধিবেশনে কথা বলতে গেলে বিজেপি বিধায়কদের পদে পদে বাধা দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গত চার বছরে বহুবার সাসপেন্ডও হতে হয়েছে। অধ্যক্ষের বিধানসভা কেন্দ্রের মানুষদের একথা জানাতেই বারুইপুরে কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। গত বুধবার সেই কর্মসূচি ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বাধা পেয়ে মিছিল না করেই ফিরে আসেন শুভেন্দু। এবার হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে বেশ কিছু শর্ত বেঁধে ওই বারুইপুরেই বিজেপিকে কর্মসূচির অনুমতি দেওয়া হল।