আদালতে ধাক্কা খেল ED! নিয়োগ দুর্নীতিতে ভেস্তে গেল সাক্ষ্য়গ্রহণ প্রক্রিয়া

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলার দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে সরগরম রাজ্য-রাজনীতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে এখনও জেলবন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া ছিল। কিন্তু তা আচমকাই ভেস্তে যায়। কারণ যে ব্যক্তিকে ইডির করা মামলায় সাক্ষী হিসাবে আদালতে পেশ করা হয়েছিল জানা যায় তিনি আসলে নিয়োগ-দুর্নীতিতে অভিযুক্ত। এমনকি তিনি নিয়োগ মামলার অভিযুক্ত দুটি সংস্থার প্রতিনিধিও ছিলেন। বিষয়টি জানা মাত্রই বিচারপতি সাক্ষ্য গ্রহণ বাতিল করে দেন।

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ভেস্তে গেল সাক্ষ্য়গ্রহণ প্রক্রিয়া

প্রসঙ্গত রাজ্যের  শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডির তরফে যে মামলা করা হয়েছিল সেই মামলার শুনানি চলছে কলকাতার বিচার ভবন। গত সোমবার,মঙ্গলবারের পর আজও সেই শুনানি পর্ব ছিল। আজ ওই ব্যক্তির সাক্ষী দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বিচারকের দৃষ্টি আকর্ষণ করে জানান, অভিযুক্ত ব্যক্তিকেই এক্ষেত্রে সাক্ষী হিসাবে আদালতে পেশ করা হয়েছে! জানা যাচ্ছে, একথা শোনার পর বিচারক এই বিষয়ে ওই ব্য়ক্তিকেই সরাসরি প্রশ্ন করেন।

সূত্রের খবর, বিচারকের প্রশ্নের জবাবে ওই ব্যক্তি জানান, তিনি নাকি অনন্ত টেক্সটাইল এবং ভিউমোর হাইরাইজ নামে দু’টি সংস্থার প্রতিনিধি ছিলেন। এই মামলায় ইডি যে চার্জশিট পেশ করেছে, সেখানেও  এই দু’টি সংস্থাকেই অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। একথা জানার পরই বিচারক ওই সাক্ষীকে বাতিল করে দিয়েছেন।

আরও পড়ুন: ৫ মিনিটেই TMC নেতাকে বরখাস্ত! হাইকোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য, অস্বস্তি বাড়ল শাসকশিবিরে

জানা যাচ্ছে,ওই ব্যক্তি যে দু’টি সংস্থার প্রতিনিধি হিসাবে আদালতে উপস্থিত হয়েছিলেন, তার মধ্য়ে একটির ঠিকানা বেলঘরিয়ার সেই আবাসন, যেখানে অর্পিতা মুখোপাধ্য়ায় থাকতেন। নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে নেমে সেখান থেকেই কোটি কোটি নগদ টাকা, সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছিল।

Recruitment Scam

উলেখ্য,ইতিমধ্যেই নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। যদিও এই কল্যাণময়ের বিরুদ্ধে পরপর দু’দিন আদালতে সাক্ষ্য দিয়েছেন তাঁর মামা! তার দাবি, এই দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত যে সংস্থাগুলিকে কাঠগড়ায় তোলা হয়েছে, তার সবক’টির অ্যাকাউন্টের দেখভাল করতেন কল্যাণময়!

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X