হু হু করে এগোবে ভারতীয় ফুটবল! লন্ডনে ম্যাঞ্চেস্টার সিটির সাথে বিরাট চুক্তি টেকনো ইন্ডিয়ার, খুশি মুখ্যমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সুদূর লন্ডনে শিল্প সম্মেলনে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একের পর এক বড় আপডেট সামনে আসছে। এমতাবস্থায়, জানা গিয়েছে, এবার ভারতীয় ফুটবলের উন্নতির লক্ষ্যে বিরাট পদক্ষেপ গ্রহণ করল টেকনো ইন্ডিয়া গ্রুপ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইংলিশ প্রিমিয়ার লিগের বিশ্ববিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City F.C.) সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে এবার কলকাতার বুকেই স্থাপিত হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল। এই স্কুল তৈরি হওয়ার পরে ম্যাঞ্চেস্টার সিটির অভিজ্ঞ কোচরাই পড়ুয়াদের ফুটবলের ট্রেনিং দেবেন বলেও জানা গিয়েছে।

ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City F.C.) সাথে বিরাট চুক্তি টেকনো ইন্ডিয়ার:

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার লন্ডনে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City F.C.) অফিসেই এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ইংল্যান্ডের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক রয়েছে। আপনারা এটা জানেন যে, বাংলা কতটা ফুটবল এবং কতটা ক্রিকেট ভালোবাসে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান বাংলার এই ৩ টি ক্লাব ভীষণ গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকের জন্য গর্বিত।”

এদিকে, এই স্কুলের অন্যতম লক্ষ্য হবে আধুনিক মানের পরিকাঠামোর পাশাপাশি উন্নত মানের ট্রেনিংয়ের ওপর ভর করে তরুণ ফুটবলারদের গড়ে তোলা। এদিকে, এই স্কুলে শুধু ইংল্যান্ড থেকে কোচ আসবেন।। ফুটবলের দক্ষতা ছাড়াও শারীরিক এবং মানসিক বিকাশের দিকেও এই স্কুলে যথেষ্ট নজর দেওয়া হবে। এছাড়াও, বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে ৩ থেকে ১৭ বছর বয়সী খেলোয়াড়দের জন্য।

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো সঠিক প্রতিভাকে খুঁজে বের করে প্রতিভাবান এবং যোগ্য ফুটবলারদের ব্রিটেনে নিয়ে যাওয়া হবে। যেখানে তারা ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City F.C.) নিজস্ব পরিকাঠামোতে অনুশীলন করতে পারবেন। এর পাশাপাশি, আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতাও কাছ থেকে অর্জন করার সুযোগ থাকবে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার LAC-তে বিরাজ করবে শান্তি, বড় পদক্ষেপ ভারত-চিনের, জানলে হবেন অবাক

প্রসঙ্গত উল্লেখ্য যে, সত্যম রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত টেকনো ইন্ডিয়া গ্রুপ ভারতের অন্যতম নামকরা এবং সফল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। টেকনো ইন্ডিয়া গ্রুপের একাধিক স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় বিগত ৪০ বছর ধরে রাজ্য তথা দেশের শিক্ষা মহলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনেও প্রত্যক্ষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই গ্রুপ। এমতাবস্থায়, টেকনো ইন্ডিয়ার এই বিশেষ চুক্তির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমি অত্যন্ত খুশি যে সত্যমরা এই চুক্তি করল।”

আরও পড়ুন: শুধুমাত্র IPL থেকেই BCCI-র আয় হচ্ছে ১১,৭০০ কোটি! তবুও দিতে হয় না ট্যাক্স, কেন জানেন?

এদিকে, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর দেবদূত রায়চৌধুরী ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City F.C.) মতো জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ক্লাব এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের মধ্যে এই চুক্তিকে রীতিমতো “গর্বের মুহূর্ত” হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি, সিটি ফুটবল গ্রুপের ফুটবল শিক্ষা বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জর্জিনা বুস্কেটস এই চুক্তির প্রসঙ্গে জানান যে, “টেকনো ইন্ডিয়া গ্রুপের হাত ধরে কলকাতায় আমাদের প্রথম ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল খুলতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।” তিনি আরও জানান, ম্যাঞ্চেস্টারে যে পদ্ধতির মাধ্যমে ট্রেনিং করানো হয় সেভাবেই কলকাতার স্কুলেও ফুটবল শেখানো হবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X