বাংলা হান্ট ডেস্কঃ মার্চ মাসের শুরুতেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে তেতে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সেখানে ইফতার পার্টি (Iftaar Party) আয়োজন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ‘ইফতার করলে সরস্বতী পুজো কেন আটকানো হয়?’ প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
যাদবপুরের ভিডিও শেয়ার করে বিস্ফোরক সুকান্ত (Sukanta Majumdar)!
বিগত বেশ কয়েক বছর ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার তথা ওএটি-তে ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে প্রচুর মানুষ আসেন। এবার সেখানকারই একটি ভিডিও তুলে ধরে বাম-তৃণমূলকে একযোগে নিশানা করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ।
এটাই লিব্যারাল বামপন্থীদের মুক্তচিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর! বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো-সেক্যুলারদের ভ্রু কুঞ্চিত হয় কিন্তু এসব কেবলই ধর্মনিরপেক্ষতা মাত্র!
সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত… pic.twitter.com/Fln02NXQiD
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) March 25, 2025
মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) যাদবপুরে আয়োজিত ইফতার পার্টির একটি ভিডিও শেয়ার করেন সুকান্ত (Sukanta Majumdar)। ক্যাপশনে লেখেন, ‘এটাই লিব্যারাল বামপন্থীদের মুক্তচিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর! বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো-সেক্যুলারদের ভ্রু কুঞ্চিত হয়, কিন্তু এসব কেবলই ধর্মনিরপেক্ষতা মাত্র!’
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার! এবার জামিন চেয়ে আদালতে পার্থ ‘ঘনিষ্ঠ’ এই অভিযুক্ত! কে জানেন?
এরপর বাংলাদেশ প্রসঙ্গ টেনে বিজেপির (BJP) রাজ্য সভাপতি লেখেন, ‘সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া তৃণমূলপন্থীদের কাছেও বাড়তি অক্সিজেন! সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ণ রেখে বাম-তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থানে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ কিন্তু এসবে মুখে কুলুপ!’
বুধবার ফের এই নিয়ে সরব হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত (Sukanta Majumdar)। নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় না। তখন যুক্তি থাকে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয়, কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এর সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত। বামপন্থী ও তৃণমূল কংগ্রেস কতটা ভণ্ড ও কতটা ভণ্ডামি এরা করে, এটা তার প্রমাণ…’।
আমাদের ইফতারে কোনও মানা নেই, ইফতার করলে কেন সরস্বতী পূজা আটকানো হয়?
ইফতার পার্টি ‘সেক্যুলার’ আর শিক্ষাঙ্গনে বাগদেবী মা সরস্বতীর পূজা-আরাধনা চূড়ান্ত সাম্প্রদায়িক! আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতির প্রমাণ বাঙালির কাছে আছে। pic.twitter.com/gvWqkRgkYP
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) March 26, 2025
বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন, এখানে দু’জনের মধ্যে কোনও শত্রুতা নেই। এখানে দু’জন এক হয়ে যায়। তাঁর কথায়, ‘সব সিউডো সেক্যুলাররা একসঙ্গে হয়ে ইফতার পার্টি করানো হচ্ছে। ইফতার পার্টি সেক্যুলার, আর সরস্বতী পুজো সাম্প্রদায়িক? এই মানসিকতা পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝা উচিত। এই যে যারা সেজে থাকে কমিউনিস্ট, এরা কমিউনিস্ট নয়। এরা হচ্ছে কম নিষ্ঠঃ। এদের কমিউনিজমের প্রতি নিষ্ঠতা নেই। এদের একটাই কাজ, সেটা হচ্ছে ইসলামিকরণ এবং জেহাদিকরণ’।
নিজের এই বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত (Sukanta Majumdar) ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ইফতারে কোনও মানা নেই, ইফতার করলে কেন সরস্বতী পূজা আটকানো হয়? ইফতার পার্টি ‘সেক্যুলার’ আর শিক্ষাঙ্গনে বাগদেবী মা সরস্বতীর পূজা-আরাধনা চূড়ান্ত সাম্প্রদায়িক! আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতির প্রমাণ বাঙালির কাছে আছে’।