বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে আধার। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে পরিচয় পত্র হিসেবে আধারের ব্যবহার এখন সর্বত্রই। এই আবহে কেন্দ্রীয় সরকারের তরফে প্যান কার্ডের সাথে আধার নম্বর (Aadhaar-PAN Card) লিঙ্ক করার বিজ্ঞপ্তি জারি হয়।
প্যান কার্ড-আধার নম্বর (Aadhaar-PAN Card) লিঙ্ক
সাম্প্রতিক অতীতে একাধিকবার প্যান-আধার (Aadhaar-PAN Card) লিঙ্কের ডেডলাইনও বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফে। তবে যারা এখনও প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাননি তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে নতুন আর্থিক বছর। ২০২৫-২৬ আর্থিক বছরের প্রথম মাস এপ্রিল থেকেই একাধিক ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন।
আরও পড়ুন : বাংলা থেকে মহাকুম্ভে রোজ কতজন যেতেন? পরিসংখ্যান সামনে আনলেন যোগী, নিশানা মমতাকে
যারা এখনও পর্যন্ত প্যান (PAN) কার্ডের সাথে আধার (Aadhaar Card) নম্বর লিঙ্ক করাননি তাদের জন্য অপেক্ষা করে রয়েছে দুর্ভোগ। সরকারি নির্দেশিকা মেনে এখনও যারা প্যান-আধার লিঙ্ক করাননি, তারা আগামী ১লা এপ্রিল থেকে পড়তে চলেছেন বড় সমস্যায়। জানা যাচ্ছে, প্যান কার্ডের সাথে এখনও যদি আধার লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে আগামী ১লা এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ডিভিডেন্ট।
আরও পড়ুন : বাংলায় কেন বিনিয়োগ করা উচিত? লন্ডনে শিল্প সম্মেলনে ৩ টি কারণ জানালেন হর্ষ নেওয়াটিয়া
এমনকি টিডিএস চার্জ বেড়ে যাবে বেতন বা মূলধন থেকেও। পাশাপাশি ফর্ম ২৬এএস-র অধীনে পাবেন না ক্রেডিট সুবিধাও। অন্যদিকে, আগামী ১ এপ্রিল থেকে কড়া নিয়ম আনা হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রেও। সেবি’র (SEBI) নতুন নিয়ম অনুযায়ী, সকল মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারকে বাধ্যতামূলকভাবে কেওয়াইসি (KYC) এবং নমিনির তথ্য ভেরিফিকেশন ও আপডেট করাতে হবে।
সেবির নির্দেশিকা মেনে KYC ও নমিনি সংক্রান্ত আপডেট না করলে বন্ধ করে দেওয়া হবে মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট। জানা যাচ্ছে, আগামী ১ এপ্রিল থেকে UPI ক্ষেত্রেও আসছে বড় বদল। NPCI- এর নয়া নিয়ম অনুযায়ী, যে মোবাইল নম্বরের মাধ্যমে ব্যাংকের সাথে লিঙ্ক করে UPI ব্যবহার করছেন, সেই মোবাইল নম্বর যদি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকে তাহলে বন্ধ করে দেওয়া হবে UPI আইডি।