প্রতিদিন রোজগার ১০ কোটি! ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকা এই স্টেশন থেকেই মোটা লক্ষীলাভ রেলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শহর থেকে শহরতলী, গ্রাম ছাড়িয়ে মফস্বল, ভারতের কোণায় কোণায় পৌঁছে গিয়েছে ভারতীয় রেলের নেটওয়ার্ক। পরিসংখ্যান বলছে, লোকাল-দূরপাল্লা মিলিয়ে গোটা দেশে প্রতিদিন প্রায় ১৩ হাজার ট্রেন চালিয়ে থাকে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। ভারতের প্রায় ২ কোটি যাত্রী স্টেশন বা রেল সম্পর্কিত পরিষেবা ব্যবহার করে থাকেন প্রতিদিন।

ভারতীয় রেলের (Indian Railways) গুরুত্বপূর্ণ তথ্য

শুধু ভাড়া নয়, একাধিক তৎসংলগ্ন পরিষেবা থেকেও প্রতিদিন বিপুল পরিমাণ রোজগার করে থাকে ভারতীয় রেল (Indian Railways)। হিসাব বলছে, প্যাসেঞ্জার ট্রেন চালিয়ে খুব একটা বেশি লাভ হয়না রেলের। ট্রেন ভাড়া হিসাবে যাত্রীদের কাছ থেকে ৫৪ শতাংশ আসে রেলের কোষাগারে। ভাড়ার বাকি টাকা ভর্তুকি হিসাবে দেয় রেল।

আরও পড়ুন : কড়া পদক্ষেপ RBI’র! মোটা টাকা ফাইন করল HDFC সহ ২ আর্থিক সংস্থাকে! কি হবে এবার গ্রাহকদের?

স্টল, বিজ্ঞাপন ও অন্যান্য পরিষেবা থেকেও একটা মোটা পরিমাণ টাকা লাভ হয় রেলের। রেলের একটি সূত্র বলছে, এই ক্ষেত্রগুলি থেকে লাভের অংকে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তর ভারতের একটি স্টেশন। কোন স্টেশন (Railway Station) থেকে কত পরিমাণ আয় হচ্ছে সেই সংক্রান্ত রিপোর্ট প্রতি আর্থিক বছরে প্রকাশিত করে ভারতীয় রেল।

আরও পড়ুন : শাসক দলের বিরুদ্ধে রায় যেতেই বিচারকের বদলি অর্ডার? ‘এরকমই হচ্ছে’ খোঁচা  BJP-র 

২০২৩-২৪ আর্থিক বছরে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উত্তর ভারতের একটি স্টেশন থেকে ভারতীয় রেলের (Indian Railways) কোষাগারে ঢুকেছে ৩ হাজার ৩৩৭ কোটি টাকা। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উল্লেখিত আর্থিক বছরে ভারতীয় রেল সব থেকে বেশি আয় করেছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। বর্তমানে নিউ দিল্লি স্টেশনের মোট প্ল্যাটফর্ম সংখ্যা ১৬টি।

পরিসংখ্যান বলছে, প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ যাত্রী যাতায়াত করেন নিউ দিল্লি স্টেশন থেকে। ভারতের রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ভারতীয় রেলের লক্ষী লাভের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠেছে গত কয়েক বছরে। স্টল, বিজ্ঞাপন ও অন্যান্য পরিষেবা থেকে আয়ের নিরিখে দেশের একাধিক বড় স্টেশনকে পিছনে ফেলে দিয়েছে নিউ দিল্লি।

Indian Railways huge income from this station

গত ১৫ ফেব্রুয়ারি মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা করার উদ্দেশ্যে নিউ দিল্লি স্টেশনে জড়ো হয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী। প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে প্রাণ যায় অন্তত ১৮ জনের। একটি সূত্র বলছে, এই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকেই দৈনিক গড়ে ১০ কোটি টাকা আসে রেলের কোষাগারে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X