বাংলাহান্ট ডেস্ক : সাপ্তাহিক টিআরপি তালিকায় নম্বরের ওঠাপড়া লেগেই রয়েছে। এক সপ্তাহে কোনো সিরিয়াল (Serial) সেরা পাঁচে জায়গা করে নিলে আবার পরের সপ্তাহে এক ধাক্কায় নম্বর কমে যেতেও দেখা গিয়েছে ধারাবাহিকের। টিআরপি বিষয়টাই খুব অনিশ্চিত। একথা স্বীকার করেন সিরিয়ালের (Serial) অভিনেতা অভিনেত্রীরাও।
হাড্ডাহাড্ডি টক্কর চলছে দুই চ্যানেলে (Serial)
বর্তমানে জি বাংলা এবং স্টার জলসা দুটি চ্যানেলেই সিরিয়ালের (Serial) মধ্যে চলছে টিআরপির লড়াই। মাঝে কয়েক সপ্তাহ জলসাকে টেক্কা দিয়ে হু হু করে এগোতে দেখা গিয়েছে জি বাংলাকে। কিন্তু টিআরপিতে রদবদল হতেই ফের পিছিয়ে পড়েছে চ্যানেল। দৌড়ে গতি ধরে নিয়েছে স্টার জলসা।
পিছিয়ে পড়েছে মিত্তির বাড়ি: সাম্প্রতিক টিআরপি তালিকায় জি বাংলার কিছু নতুন সিরিয়াল (Serial) যেমন ভালো ফল করেছে, তেমনি আবার কিছু পুরনো ধারাবাহিক স্লট হারিয়েছে। আর এর মধ্যে অন্যতম নাম ‘মিত্তির বাড়ি’। রাত নটার স্লটে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকটি (Serial) প্রতিপক্ষ ‘চিরসখা’র থেকে বেশ কয়েক সপ্তাহ এগিয়ে ছিল। তারপর হঠাৎ করেই পতন হয় টিআরপিতে।
আরো পড়ুন : “তুমি, তুমিই দায়ী…”, দীর্ঘ ৬ বছরের প্রেম, এত বছর পর জিতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্বস্তিকা
ফের বড় বদল আসছে: গত দু সপ্তাহ মিত্তির বাড়ির থেকে স্লট ছিনিয়ে নিতে দেখা গিয়েছে চিরসখাকে। আর তারপরেই আবারো নেট পাড়ায় গুঞ্জন উঠেছে নায়িকা বদলের। এই সিরিয়ালে (Serial) প্রথম থেকেই আদৃতের বিপরীতে পারিজাতকে মেনে নিতে পারেননি অনেকেই। নায়িকা বদলের দাবি উঠেছিল আগেই। এবার কি তবে সত্যি সত্যিই সরে যাচ্ছেন পারিজাত?
আরো পড়ুন : “বিষাক্ত” প্রাক্তনই মিলিয়ে দিলেন, সায়ন্তকে সাইড করে মাঝরাতে এ কী করলেন দেবচন্দ্রিমা-কিরণ!
সূত্রের খবর, সিরিয়ালের এক কলাকুশলী নাকি জানিয়েছেন, এমন কিছুই হচ্ছে না। নায়িকা বদলের খবর সম্পূ্র্ণ মিথ্যে। আদৃতের বিপরীতে পারিজাতই থাকছেন। আগামীতে টিআরপি ফের বৃদ্ধি পাওয়ার আশাও রাখছেন সিরিয়াল নির্মাতারা।