মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ভেঙে তৈরী হচ্ছে বহুতল? হাইকোর্টের দ্বারস্থ পুরসভা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ধ্বংসের মুখে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। জানা যাচ্ছে, খাস কলকাতার বুকে এবার বাংলার এই বিখ্যাত সাহিত্যিকের বাড়ি ভেঙে ফেলা হতে পারে। সূত্রের খবর এবার সেই বাড়ি ভেঙে তৈরি হতে পারে বহুতলও। জানা যাচ্ছে,এই খবর চাউর হতেই এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুরসভা।

এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ পুরসভা

প্রসঙ্গত কলকাতা পুরসভা তৈরি হওয়ার আগেই মৃত্যু হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের। পুরসভার রেকর্ড বলছে, এখনকার দিনে যেটা ৭৭ নম্বর ওয়ার্ড সেটাই একসময় গার্ডেনরিচ পুরএলাকার ভিতরে ছিল। এরপর সময়ের সাথে সাথে বেড়েছে কলকাতা পুরসভা এলাকার আয়তন। জানা যাচ্ছে,বর্তমানে মোট ১৪৪টি ওয়ার্ড রয়ছে এই কলকাতা পুরসভার অধীনে।

আরও পড়ুন: শাসক দলের বিরুদ্ধে রায় যেতেই বিচারকের বদলি অর্ডার? ‘এরকমই হচ্ছে’ খোঁচা BJP-র

বলা হচ্ছে, পুরসভার কাছে এত বছর পর কোনও পর্যাপ্ত নথি নেই যা প্রমাণ করবে ২০বি কার্ল মার্ক্স সরণির এই দোতলা বাড়ি আসলে মধুসূদনের দত্তের। বাংলার এই বিখ্যাত সাহিত্যিকের সাথে এই বাড়ির বহু স্মৃতি জড়িয়ে রয়েছে।

First time 8 women Justice in Calcutta High Court

জানা যাচ্ছে,জীবনের শেষ কয়েকটা বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন মাইকেল মধুসূদন। তবে বর্তমানে সংকটের মুখে ওই বাড়ির অস্তিত্ব। এবার ওই বাড়ি ভেঙে ফেলতে চলেছে একটি বেসরকারি এক সংস্থা। আগামীদিনে ওই বাড়ি ভেঙে বহুতল তৈরি হতে পারে বলে খবর। তবে জানা যাচ্ছে,হেরিটেজের সমস্ত তথ্য জোগাড় করে বাড়ি ভাঙা আটকাতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দারস্থ হতে চলেছে কলকাতা পুরসভা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X