‘বল করলে আমিও ব্যাটিং শুরু করব’! অক্সফোর্ডে উঠতে পারে আরজি কর প্রসঙ্গ! ‘রেডি’ মমতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বর্তমানে লন্ডন সফরে (London Trip) রয়েছেন। গত শনিবার কলকাতা থেকে রওনা দিয়েছিলেন তিনি, লন্ডন পৌঁছেছেন রবিবার। ইতিমধ্যেই গত তিনদিনে একাধিক কর্মসূচি সেরে ফেলেছেন। আজ সফরের চতুর্থ দিনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ঐতিহাসিক ভাষণ দেবেন তিনি। তার আগেই সামনে আসছে বড় খবর!

অক্সফোর্ডে উঠতে পারে আরজি কর প্রসঙ্গ! কী বলছেন মমতা (Mamata Banerjee)?

গত বছরের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর কাণ্ড। কর্মস্থলে ডিউটিরত অবস্থায় ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন একজন চিকিৎসক পড়ুয়া। সেই ঘটনার আঁচ বাংলার গণ্ডি পেরিয়ে ভারত সহ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এবার শোনা যাচ্ছে, আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতার ঐতিহাসিক ভাষণের আবহেও এই প্রসঙ্গ উঠতে পারে।

স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ কেউ আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন বলে খবর। এই বিষয়টি মমতার (Mamata Banerjee) কান অবধি পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তাঁর সঙ্গে সফররত কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধির কাছে নিজের অবস্থান জানিয়েছেন বলে খবর।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টকে ভুল বোঝানো হচ্ছে! OBC মামলায় এবার পাল্টা রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মমতা বলেছেন, অক্সফোর্ডে কর্মসূচির সময় যদি আরজি কর (RG Kar Case) প্রসঙ্গ ওঠে তাহলে ‘সোজা ব্যাটে’ খেলবেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘ওরা বল করলে আমিও ব্যাটিং শুরু করব! ছক্কা মারব। ওরা কি ভেবেছে আমি তৈরি হয়ে আসিনি? আমি জবাব দিতে জানি’।

CM Mamata Banerjee requested not to disrespect West Bengal before London trip

উল্লেখ্য, আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে একাধিকবার রাজ্য সরকারের (Government of West Bengal) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গেই প্রশ্নের মুখে এসে পড়েছে রাজ্যের নারী নিরাপত্তা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে কীভাবে এমন নৃশংস ঘটনা ঘটতে পারে? নানান মহল থেকে এই প্রশ্ন উঠেছিল।

এবার শোনা যাচ্ছে, আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতার (Mamata Banerjee) ঐতিহাসিক ভাষণের দিনও এই প্রসঙ্গও উঠতে পারে। বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল মুখ্যমন্ত্রী নিজে। এমন কোনও প্রশ্ন উঠলে তিনি সামাল দিতেও তৈরি। শেষ অবধি কী হয় এবার সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X