‘বললেই…’, এবার হাইকোর্টে পিছু হঠতে হল বিকাশরঞ্জন ভট্টাচার্যকে! কোন মামলায়?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জোর সওয়াল করেছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তবে লাভের লাভ কিছুই হল না। কাঁথি কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সায় দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta high court)। আদালত সাফ জানিয়ে দিল, মামলার গ্রহণযোগ্যতাই নেই। এরপরই মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

যা বলল হাইকোর্ট- Calcutta high court

বৃহস্পতিবারপ্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠলে আদালতের নির্দেশ, প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্টে যান। তবে এটা কোনোভাবেই জনস্বার্থ মামলা নয় বলে পর্যবেক্ষণে জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কী নিয়ে মামলা?

আগামী শনিবার কাঁথি কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন রয়েছে। সেখানে অশান্তি পাকাতে পারে শাসকদল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এই আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে দায়ের হয়েছিল মামলা। এর আগে বিশৃঙ্খলা এড়াতে ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

অতীতের মত যাতে এবারেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনে করানো হয় সেই আর্জি নিয়ে হাইকোর্টে হয়েছিল মামলা। এদিন মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জোড়ালো সওয়ান করেন। বিকাশবাবু বলেন, নির্বাচনে ঝামেলাই এখন বাংলার ট্রেন্ড। সিসিটিভি ফুটেজ আর বাহিনী লাগবে। শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রসাশনের কী সমস্য?

Calcutta High Court changes rule of bail case hearing

এদিকে পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি বলেন, “আদালতে এসে শুধু বললেই হয় না, অনুমানের ভিত্তিতে কিছু হয় না। কেন কেন্দ্রীয় বাহিনী চাইছে তার প্রমাণও দিতে হবে।” এরপরই চিফ জাস্টিসের প্রশ্ন, “পাঁচটি পোলিং সেন্টার নিয়ে যখন প্রশ্ন, তাহলে সব কেন্দ্রেই বাহিনী মোতায়েন করা হবে কেন?”

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি! এবার পার্থ চট্টোপাধ্যায়ের জন্য দুঃসংবাদ! জোর বিপাকে প্রাক্তন মন্ত্রী?

যদিও সব পক্ষের যুক্তি শুনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই এবারে পিছু হঠতে হল মামলাকারীকে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X