বাংলাহান্ট ডেস্ক : বাংলা ছবির বাজার পড়ছে ক্রমশ। বাংলাতেই দর্শকরা তেমন দেখতে আসছেন না বাংলা ছবি। সেখানে রমরমিয়ে চলছে হিন্দি, এমনকি দক্ষিণী ছবিও। বাধ্য হয়ে পরিচালক, প্রযোজক থেকে অভিনেতা (Mithun Chakraborty) অভিনেত্রীদেরও অনুরোধ করতে হচ্ছে, ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’। কিছু ছবি বক্স অফিস কাঁপালেও অধিকাংশই দর্শকের অভাবে কয়েক সপ্তাহেই বিদায় নিচ্ছে প্রেক্ষাগৃহ থেকে।
এই অভিনেতা (Mithun Chakraborty) নেন ১ কোটি টাকা পারিশ্রমিক
আবার এই বাংলা ইন্ডাস্ট্রিতেই দেখা যাচ্ছে এক ভিন্ন ছবিও। সাধারণত বলিউডি অভিনেতা অভিনেত্রীদেরই কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে জানলে অবাক হবেন, বাংলাতেও এমন একজন অভিনেতা (Mithun Chakraborty) রয়েছেন যিনি এক একটি ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নেন। না, তিনি প্রসেনজিৎ, জিৎ কিংবা দেব নন। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও দীর্ঘদিন ধরে রাজত্ব করেছেন তিনি।
বাংলা ছবির খামতি কোথায়: কথা হচ্ছে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিষয়ে। বাংলা থেকে হিন্দি সর্বত্রই নিজের অভিনয়ের ‘জলবা’ দেখিয়েছেন তিনি। কিন্তু ইদানিং বাংলা ছবির দর্শক যেভাবে কমছে তার কারণ কী? খামতি কোথায় রয়ে যাচ্ছে? উত্তরে মিঠুন (Mithun Chakraborty) স্পষ্টই বলেন, “আমিই এক কোটি টাকা পারিশ্রমিক নিই। বাংলা ছবির বাজেট এখনও এই অঙ্কের উপরে উঠতে পারল না। উন্নতি আর কোন দিক দিয়ে হবে!”
আরো পড়ুন : “ছোট থেকেই বলতাম…”, বাবা মা চেয়েছিলেন অন্য কিছু, মুর্শিদাবাদের মনীষা কীভাবে হলেন ‘রাঙামতি’?
কোন পথে সমাধান: মিঠুন (Mithun Chakraborty) বলেন, ১৪-১৫ দিনে যে ছবি তৈরি হয়ে যায়, তার বাজেট আরেকটু বাড়িয়ে যত্ন নিয়ে ছবি তৈরি করলেই তা সফল হতে বাধ্য। কিন্তু যেকোনো ছবির সাফল্যের পেছনে কি বাজেটই মূলমন্ত্র? তা অবশ্য বলছেন না মিঠুন (Mithun Chakraborty)। বাজেটের সঙ্গে যেটা সবথেকে বেশি জরুরি সেটা হল গল্প।
আরো পড়ুন : টেকেনি প্রথম সম্পর্ক, মানালি গিয়েই নতুন প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন ‘ঝিলিক’ তিথি
মহাগুরুর কথায়, বাঙালি দর্শক বরাবর পারিবারিক ছবি দেখতেই পছন্দ করেন। সূক্ষ্ম অনুভূতির সঙ্গে কৌতুকরস সঠিক ভাবে মেশাতে পারলেই কেল্লাফতে। তবে চলবে ছবি। একই ফর্মুলায় তাঁর ‘সন্তান’, ‘প্রজাপতি’র মতো ছবি হিট হয়েছে। এরপর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে দেখা যাবে মিঠুনকে।