৩১ মার্চই লাস্ট ডেট! শিগগিরই সেরে ফেলুন এইসব কাজ, নাহলেই চরম দুর্ভোগে পড়বেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ২০২৪-২৫ আর্থিক বছরের সমাপ্তি ঘটে শুরু হবে নয়া আর্থিক বছর ২০২৫-২৬। চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগেই বেশকিছু আর্থিক এবং সেই সংক্রান্ত কাজ সম্পন্ন করে ফেলতে হবে সকলকেই। আগামী সপ্তাহে ব্যাংক ধর্মঘট সহ বিভিন্ন পার্বণ উপলক্ষ্যে একাধিক দিন রয়েছে ব্যাংক হলিডে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, এনপিএস সহ ফাস্ট্যাগের কেওয়াইসি, টিডিএস ফাইলিং, আইটিআর ফাইলিং আপডেটের শেষ তারিখ ৩১ মার্চ (31st March Update)। প্রত্যেক  উপভোক্তাকে আবশ্যিকভাবে আগামী ৩১ মার্চের (31st March Update) মধ্যেই সম্পন্ন করে ফেলতে হবে উল্লেখিত এই কাজগুলি।

৩১ মার্চের আপডেট (31st March Update)

সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, এনপিএস : প্রতি আর্থিক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে নূন্যতম ২৫০ টাকা ও PPF অ্যাকাউন্টে ৫০০ টাকা জমা দিতে হয়। যারা এখনও সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, এনপিএস অ্যাকাউন্টে নূন্যতম অ্যামাউন্ট জমা করেননি, তাদের ৩১ মার্চের মধ্যে জমা করে ফেলতে হবে নির্দিষ্ট নূন্যতম অ্যামাউন্ট।

আরও পড়ুন : আজকের রাশিফল ২৮ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

আপডেট ট্যাক্স রিটার্ন : যারা এখনও ২০২০-২১ থেকে ২০২৩-২৪ আর্থিক বছরের ট্যাক্স রিটার্ন দাখিল করেননি, তাদের জন্য এখনও রয়েছে সুযোগ। পুরনো ট্যাক্স রিটার্ন ফাইলে ভুল থাকলেও সংশোধন করার সুযোগ পাবেন করদাতারা। ৩১ মার্চ, ২০২৫ সালের মধ্যে ফর্ম ITR U ব্যবহার করে সম্পন্ন করা যাবে এই কাজ।

এমএসএমই ক্ষেত্রে অর্থ প্রদান : ফিনান্স অ্যাক্ট ২০২৩ অনুযায়ী মাঝারি ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে সময়মতো অর্থ প্রদান করতে হবে। লিখিত চুক্তি না থাকলে ১৫ দিন ও লিখিত চুক্তি থাকলে ৪৫ দিনের মধ্যে নিয়ম অনুযায়ী অর্থ প্রদান বাধ্যতামূলক।

31st March Update in India

আয়কর সেভিংস ও লোকসান সামাল : ২০২৪-২৫ আর্থিক বছরে ভালো রোজগার হয়ে থাকলে, লস হওয়া শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারেন। শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে কিছুটা ক্ষতি মুকুব করতে পারেন এই পদ্ধতিতে। আয়কর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের লাভ-ক্ষতি পর্যালোচনা করে বাঁচাতে পারেন আয়কর।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X