বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ফের নয়া মোড়! বৃহস্পতিবার বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলার শুনানিতে আদালতে বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই। যার প্রেক্ষিতে এবার মনে করা হচ্ছে, রাজনৈতিক প্রভাবশালীদের আতসকাঁচের নিচে আনা হবে। একে একে রাজনৈতিক প্রভাবশালীদের এবার জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। এমনটাই সূত্রের খবর।
নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরণ- Recruitment Scam
২০২২ থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। একের পর এক গ্রেফতারি হয়েছে হেভিওয়েটরা। তালিকায় ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবনকৃষ্ণ সাহারা। যদিও তাদের মধ্যে অনেকেই এখন জামিনে মুক্ত। এবার কী ফের সেই সময় ফিরতে চলেছে? তেমনই ইঙ্গিত দিয়েছে CBI.
সূত্রের খবর, আদালতে সিবিআই জানিয়েছে, বিকাশ ভবনের ওয়ার হাউজ় থেকে একটি তালিকা খুঁজে পেয়েছে তারা। যাতে ৩২১ জন অযোগ্য প্রার্থীর নাম ছিল। সেই তালিকা থেকে ১৩৪ জন চাকরিও পান। এই সকল অযোগ্যদের নাম রাজনৈতিক নেতারা সুপারিশ করেছিলেন। এমনই বিস্ফোরক দাবি সিবিআই-এর।
আদালতে কেন্দ্রীয় সংস্থার এহেন দাবি করায় এবার নতুন করে প্রভাবশালীরা বিপাকে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে।
কাদের নাম সামনে? আদালতে সিবিআই যা তথ্য দিয়েছে, সেই অনুযায়ী সুপারিশকারীর তালিকায় নাম তৃণমূল ও বিজেপি উভয় দলের নেতাদেরই। নাম ছিল রাজ চক্রবর্তী, প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী, প্রাক্তন পুলিশ কর্তা ও বিজেপি নেত্রী ভারতী ঘোষ, রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর, স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের।
আরও পড়ুন: আর কতটা গ্যাস পড়ে আছে সিলিন্ডারে? ভাবছেন কিভাবে জানা যাবে? ফলো করুন এই ট্রিকস্
পাশাপাশি নাম রয়েছে, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক, কোতুলপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শ্যামল সাঁতরাদের। সকলের নামের পাশে পদ লেখা থাকলেও রাজ চক্রবর্তীর বিষয়ে কিছু লেখা নেই। তাই এখানে কোন রাজ চক্রবর্তীর কথা বলা হয়েছে তা অবশ্য জানা যায়নি।