মেলেনি কাঙ্খিত DA, এবার ছুটিতেও কোপ সরকারি কর্মীদের! বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ ইস্যুতে ক্ষোভ বাড়ছে রাজ্যের (Government of West Bengal) সরকারি কর্মীদের। একদিকে চলছে আন্দোলন, অন্যদিকে সুপ্রিম কোর্টে সমানে পিছিয়ে যাচ্ছে শুনানি। সব মিলিয়ে ঘোর অসন্তোষ রয়েছে সরকারি কর্মীদের (Government Employees) মধ্যে। এরই মধ্যে এবার ছুটিতেও কোপ! সরকারি ছুটির ফাঁদে পড়ে শেষ হচ্ছে অর্থবর্ষ! ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করে অর্থ দফতর জানিয়েছে শনিবারও হবে আর্থিক লেনদেন।

কী বলা হল রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে? Government of West Bengal

গতকাল হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে সরকারি ছুটি ছিল। আজ রাজ্য সরকারের সব দফতর খোলা রয়েছে। তবে শনি-রবিবারের ছুটির সঙ্গে সোম ও মঙ্গলবার ইদের ছুটি দেওয়া হয়েছে। তাই চলতি অর্থবর্ষের যাবতীয় কাজ শেষ করতে হবে। তার জন্য শনিবারেও কাজ করতে হবে বলে জানিয়ে দেওয়া হল। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ ২৯ মার্চ করতে হবে। তবে এ নতুন কিছু নয়, অর্থবছরের শেষ দিন হলিডে অর্থাৎ শনিবার, রবিবার পড়লে বিভিন্ন দফতরের অর্থ বিভাগগুলিকে অতিরিক্ত কাজ করতেই হয়। এবারেও তাই হচ্ছে।

বিগত কয়েক বছরে অনলাইনে যাবতীয় আর্থিক লেনদেনের বন্দোবস্ত করেছে রাজ্য। আর্থিক লেনদেনের বিষয়টিও অনলাইনে মিটিয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। জানিয়ে রাখি, ৩১ মার্চ রাত বারোটা পর্যন্ত অনলাইনে এই আর্থিক লেনদেন সংক্রান্ত কাজকর্ম করা যাবে।

government employees

আরও পড়ুন: ‘কুকুরের ল্যাজ সোজা হয় না’, অক্সফোর্ডে মমতার ভাষণে বিশৃঙ্খলা করলেন কারা? ছবি দিয়ে চেনালেন অরূপ

অফলাইনের ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। শুক্রবার বিকেল চারটের মধ্যে আর্থিক সংক্রান্ত বিষয়ের যাবতীয় কাজকর্ম সেরে ফেলার কথা জানিয়েছে অর্থ দপ্তর। বলা হয়েছে, অফলাইনে যার আর্থিক কাজের দায়িত্বে রয়েছেন তাদের শুক্রবার বিকেলের মধ্যেই নিজেদের দায়িত্বে থাকা আর্থিক বিষয়ক কাজকর্ম শেষ করতে হবে। এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছে অর্থ দফতর। কারণ আগামী সোম এবং মঙ্গলবার ইদের কারণে ছুটি থাকায় নয়া অর্থবর্ষের কাজ শুরু হবে ২ এপ্রিল থেকে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X