বাংলা হান্ট ডেস্কঃ এবার আরও বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। বৃহস্পতিবার জগদ্দল থানায় হাজিরা দেওয়ার কথা ছিল বিজেপি নেতার। কিন্তু অর্জুন হাজিরা এড়িয়ে যাওয়ায় গতকাল রাতেই বাড়িতে তল্লাশি পাঠিয়ে তল্লাশি করা হয়েছিল। জানা যাচ্ছে, এরইমধ্যে আজ আবার ডেকে পাঠানো হল অর্জুনকে।
পুলিশ সূত্রে খবর, আজ দুপুর দু’টো নাগাদ প্রাক্তন সাংসদকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগের বার ‘দলের কাজ রয়েছে’ বলে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অর্জুন। যদিও তারপর পুলিশবাহিনী নিয়ে বাড়িতে এসেই জিজ্ঞাসাবাদ করে গিয়েছেন জগদ্দল থানার ওসি মধুসূদন মণ্ডল। এরপর আজ শুক্রবার আবার তলব করায় যথারীতি নতুন যুক্তি দিয়েছেন অর্জুন(Arjun Singh)।
বিরাট প্রশ্ন তুললেন অর্জুন (Arjun Singh)
সরাসরি হাজিরা এড়িয়ে ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন অর্জুন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘পুলিশ যখনই ডেকে পাঠাবে, তখনই আমাকে যেতে হবে এমন তো নয়। ওদের কোনও কাজ নেই, আমার রয়েছে। আমার সময় মতো আমি যাব। আপাতত দলের কাজে বাইরে রয়েছি।’
আরও পড়ুন: জিততে না পারলে নির্বংশ করে দেবে! রামনবমীর আগে এবার হিন্দুত্বের জিগির তুললেন মিঠুন
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অর্জুন এদিন বললেন, ‘আমার কোনও ভরসা নেই পুলিশের উপর, আমার খুন করাবে পুলিশই তো। এখানে মণিশ শুক্লাকেও তো এই ভাবে খুন করিয়ে দেওয়া হয়েছিল।’তারপরেই শর্ট দিয়ে অর্জুন এদিন দাবি করেছেন,থানায় যাওয়ার আগে তাঁকে পুরো নিরাপত্তা দিতে হবে।একইসাথে তাঁর সংযোজন, ‘কাল ওরা এসে জিজ্ঞাসাবাদও করেছে। তারপর তো আর ডাকার কিছু নেই।’
সবশেষে তিনি স্পষ্ট জানালেন CISF-এর ছাড়পত্র ছাড়া আমি কোথাও যাই না। অর্জুনের কথায়,‘আমি যথারীতি ওদের জানিয়ে দিয়েছি, আমার সঙ্গে জেড ক্যাটাগরি নিরাপত্তারক্ষী থাকে। CISF-এর ছাড়পত্র ছাড়া আমি কোথাও যাই না। এরপরও কীভাবে আমাকে বারংবার তলব করতে পারে।’