জোরালো ভূমিকম্প! কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ, বঙ্গেও অনুভূত কম্পন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শেষে আবারও ফিরল ভূমিকম্পের (Earthquake) আতঙ্ক। শুক্রবার ভয়াবহ কম্পন অনুভূত হয় দিল্লিতে। জানা গিয়েছে, এদিন বড়সড় মাপের ভূমিকম্প আঘাত হানে মায়ানমারে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। সেই ভূমিকম্পের (Earthquake) প্রভাবই পড়ে দিল্লিতে। কম্পন অনুভূত হয় রাজধানীতেও। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি এই ঘটনায়।

শুক্রবার সকালে তীব্র ভূমিকম্প (Earthquake)

শুক্রবার সকাল ১১ টা ৫০ মিনিটে জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে মিলেছে এই কম্পনের উৎসস্থল। মায়ানমারে ভূমিকম্প (Earthquake) হলেও তার প্রভাব পড়েছে দিল্লি সহ ভারতের উত্তরে বিস্তীর্ণ এলাকা। এমনকি কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গেও।

Earthquake tremors felt in delhi ncr on Friday

ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়: যেমনটা জানা গিয়েছে, ভূমিকম্পের (Earthquake) উপকেন্দ্র ছিল মায়ানমারের প্রধান শহর থেকে আরো কয়েক কিমি দূরে। তীব্রতা এতটাই ছিল ব্যাঙ্ককেও অনুভূত হয়েছে কম্পন। অন্যদিকে ভারতের বিস্তীর্ণ অংশেও প্রভাব পড়েছে এই ভূমিকম্পের (Earthquake)। ঘটনায় রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ।

আরো পড়ুন : ভারতে ফের “নীল তিমি” আতঙ্ক? ১০ টাকার জন্য অবলীলায় হাত কাটল ৪০ জন স্কুল পড়ুয়া

কম্পন অনুভূত হয় বাংলাতেও: পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় এদিন কম্পন অনুভূত হয়। বেলা প্রায় ১২ টা নাগাদ হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ এর একাংশে অনুভূত হয় কম্পন, যার স্থায়িত্ব ছিল প্রায় ২ মিনিট। কেঁপে উঠেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংও। পাশাপাশি মেদিনীপুর, মহিষাদল, নন্দীগ্রাম, বারুইপুরেও অনুভূত হয় কম্পন। পরপর ভূমিকম্পের (Earthquake) ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই।

আরো পড়ুন : ‘অসহায় লাগছে?’, হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে পোস্টার পড়ল শহরে! কে এই মৃত্যুঞ্জয় কর?

প্রসঙ্গত, গত ২৭ শে মার্চও দুপুর প্রায় ২ টোর সময়ে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের কাশ্মীর। যদিও এর উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.২। এদিনই বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ মধ্য প্রদেশের সিংরাউলিতেও ৩.৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X