মোথাবাড়িকাণ্ডে সরগরম বাংলা! এবার NIA তদন্ত চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ তরুণজ্যোতির

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে একাধিকবার সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছেন বিরোধীরা। সম্প্রতি মালদহের মোথাবাড়ির ঘটনায় (Mothabari Incident) ফের একবার এই নিয়ে সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যেই সুর চড়িয়েছেন পদ্ম শিবিরের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই আবহে এবার মোথাবাড়িকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করা হল। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট (Calcutta High Court)?

বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা মোথাবাড়ি। ইতিমধ্যেই সেই ঘটনায় রাজনৈতিক রঙ লেগেছে। ময়দানে নেমে পড়েছে বিজেপি। শাসকদল চুপ কেন? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই আবহে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হল।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে। আজই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যকে এই মামলার বিষয়ে অবগত করার জন্য মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আর পড়ুনঃ নববর্ষের উপহার, সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! জারি করা হল বিজ্ঞপ্তি

সীমান্তবর্তী এলাকা মোথাবাড়িতে অশান্তির ঘটনার বেশ কিছু ছবি তুলে ধরেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ক্যাপশনে লিখেছেন, ‘তোষণসর্বস্ব ব্যর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্ব ক্রমশ আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন। এই ভয়াবহ ছবি আজ দক্ষিণ মালদহের মোথাবাড়ি অঞ্চলের চৌরঙ্গী মোড়ের’।

বিজেপি নেতার দাবি, এখনও অবধি অন্তত হিন্দুদের ৬০-৭০টি দোকান ভেঙে লুঠপাট করা করা হয়েছে। হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। মূল রাস্তা দখল নিয়ে দেদার গাড়ি ভাঙচুর করা হচ্ছে।

Mothabari incident Calcutta High Court

সুকান্ত লেখেন, ‘এলাকার হিন্দুরা ত্রস্ত, আতঙ্কিত, তবে পুলিশের কোনও দেখা নেই! সংখ্যালঘু মুসলিমদের তোষণ করতে করতে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী তাঁর গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি ক্রমেই সফল করে তুলছেন। বাংলার নিপীড়িত অসহায় হিন্দুরা সম্মিলিত হয়ে ২০২৬-এ এই অন্যায় তোষণনীতির প্রতিশোধ নেবেন’।

মোথাবাড়ির অশান্তির ঘটনা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজনীতির ছোঁয়া লেগেছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, মিলেছে মামলা দায়েরের অনুমতি। এমতাবস্থায় উচ্চ আদালতে কী হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X