রাজ্যবাসীর জন্য বড় খবর! ‘বাংলায় আবার TATA ফিরবে’! বিরাট প্রতিশ্রুতি সুকান্তর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ঐতিহাসিক ভাষণ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় উঠে আসে সিঙ্গুর থেকে টাটা বিদায়, আরজি কর প্রসঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত কিছু দর্শকের প্রশ্নের মুখে পড়তে হয় মমতাকে। এমতাবস্থায় বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ‘বাংলার আবার টাটা ফিরবে’, বললেন তিনি।

‘আমরা টাটাকে ফেরত আনব’, প্রতিশ্রুতি সুকান্তর (Sukanta Majumdar)

গতকাল অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ দেওয়ার সময় বাংলার বিনিয়োগ নিয়ে একের পর এক পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই দর্শকআসন থেকে তাঁর দিকে ধেয়ে আসে কিছু প্রশ্ন। সিঙ্গুর থেকে টাটার বিদায় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মমতাকে। বলা হয়, ‘টাটারা তো চলে গিয়েছে। বাংলায় এখন আর শিল্প কোথায়? আপনি মিথ্যে কথা বলছেন!’

দর্শনআসন থেকে এমন ঝাঁঝালো প্রশ্ন ধেয়ে আসলেও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি মিথ্যে কথা বলিনি। বাংলায় টাটা কগনিজেন্ট, টাটা কনসালটেন্সি সার্ভিস রয়েছে’। এই আবহে শুক্রবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি। আগামী বছর বিজেপি সরকার গড়লে রাজ্যে ফের টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন তিনি।

আরও পড়ুনঃ ৭ বছরে সবচেয়ে কম! অবশেষে সরকারি কর্মীদের DA বাড়াল কেন্দ্র! কত শতাংশ? জানুন

সুকান্ত এদিন বলেন, ‘টাটা চলে গিয়েছে। এটা পশ্চিমবঙ্গে ভীষণ খারাপ ঘটনা ঘটেছিল। আজও বাংলার শিল্পায়নে তার কুপ্রভাব পড়ছে। গত ১৪ বছরে মুখ্যমন্ত্রীকে আমরা একটিও শিল্প কিংবা কলকারখানার ফিতে কাটতে দেখিনি। আগামীদিনেও দেখতে পাওয়া যাবে কিনা জানি না’। এরপরেই ফের বাংলায় টাটাকে (TATA) ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।

Sukanta Majumdar

সুকান্ত (Sukanta Majumdar) বলেন, ‘ছাব্বিশে সরকার গড়ার পর আমরা টাটাকে ফেরত আনব। যে উত্তর-পূর্ব ভারতে কেউ বিনিয়োগ করতে চাইতো না, মোদীজি আসার পর ছবি বদলে গিয়েছে। অসমে বিরাট সেমি কন্ডাক্টর হাব নির্মাণ করেছে টাটা। আমরাও টাটার সঙ্গে কথা বলে বাংলায় সেই রকমই বিনিয়োগ আনার জন্য আহ্বান জানাব। টাটা ফের বাংলায় ফিরে আসবে’।

এদিকে গতকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে আরজি কর কাণ্ডের কথা উঠতে পারে সেটা আগেই জানা গিয়েছিল। এমনকি খোদ মুখ্যমন্ত্রীও এই নিয়ে তৈরি ছিলেন বলে জানা যায়। তবে ভাষণ শুরু হওয়ার পর আরজি করের পাশাপাশি টাটা বিদায়ের প্রসঙ্গও উঠে আসে। সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। এই আবহে শুক্রবার বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপি সরকার গড়লে টাটাকে ফের ফিরিয়ে আনা হবে বলে জানালেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X