আরেব্বাস! এক্কেবারে হাফ দামে মিলছে ১.৫ টনের স্প্লিট AC, মিস করবেন না এই সুযোগ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ক্যালেন্ডারের পাতায় চৈত্র মাস, কিন্তু বাড়ি থেকে বের হলেই বৈশাখ-জ্যৈষ্ঠের মতোই কাঠফাটা রোদের হাতছানি। অনেকেই গ্রীষ্মের এই সময়টাতে গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেতে ভরসা রাখেন এয়ার কুলার বা এসির উপর। গত কয়েকবছরে বাংলা সহ গোটা ভারতেই বেড়েছে স্প্লিট এসির চাহিদা। আসন্ন গ্রীষ্মের কথা মাথায় রেখে আপনিও কি নতুন শীততাপ নিয়ন্ত্রিত (Air Conditioning) যন্ত্র কেনার পরিকল্পনা করছেন?

শীততাপ নিয়ন্ত্রিত (Air Conditioning) যন্ত্র কিনলেই ব্যাপক ছাড়

তাহলে আজকের প্রতিবেদনটি শুধুই আপনার জন্য। আজকের প্রতিবেদনে আমরা এমন কিছু স্প্লিট এসির (Split AC) সন্ধান আপনাদের দিতে চলেছি, যেগুলি দুর্দান্ত অফারে মিলছে প্রায় ৫০% ছাড়ে। অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন বেশকিছু স্প্লিট এসি মডেলের উপর দিচ্ছে ৫০% পর্যন্ত ছাড়। স্টক শেষ হওয়ার আগেই ঝটপট সেরে ফেলুন বুকিং, নয়ত পরে পস্তাতে হতে পারে।

অ্যামাজনে স্প্লিট এসির (Split AC) উপর মিলছে ৫০% ছাড়:

ভোল্টাস ১.৫ টন স্প্লিট এসি : ইনভার্টার প্রযুক্তির এই এসিটিতে রয়েছে ৪-ইন-১ অ্যাডজাস্টেবল মোড এবং অ্যান্টি-ডাস্ট ফিল্টারের মতো অত্যাধুনিক ফিচার্স। টাটা অধীনস্থ সংস্থা ভোল্টাসের এই এয়ার কন্ডিশনারের উপর মিলছে ৫০% পর্যন্ত ছাড়। এই এসি মডেলটির অরিজিনাল মার্কেট প্রাইস ৬৭,৯৯০ টাকা। তবে অ্যামাজনে মাত্র ৩৩,৯৯০ টাকায় এই এসি কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। পাশাপাশি থাকছে ১,০০০ টাকার কুপন ডিসকাউন্ট।

আরও পড়ুন : ধোপে টিকল না রাজ্যের আপত্তি! এ বার BJP-কে বড় অনুমতি দিয়ে দিল হাইকোর্ট

গোদরেজ ১.৫ টন স্প্লিট এসি : ৩ স্টার এনার্জি রেটিং-এর এই এসিটিতে রয়েছে ৫-ইন-১ কুলিং সিস্টেম। ৪৫,৯০০ টাকা অরিজিনাল মার্কেট প্রাইস হলেও, ২৬% ছাড়ে মাত্র ৩৩,৯৯০ টাকায় কিনে ফেলতে পারবেন এই এসি।

ওয়ার্লপুল ১.৫ টন স্প্লিট এসি :  ৪-ইন-১ কুলিং মোড এবং ৩-স্টার এনার্জি রেটিং-এর এই এয়ার কন্ডিশনারের অরিজিনাল মার্কেট প্রাইস ৬২,০০০ টাকা। তবে অ্যামাজন ইন্ডিয়া ৪৮% ছাড়ে মাত্র ৩২,৪৯০ টাকায় কেনার সুযোগ করে দিচ্ছে এই এসি।

Air conditioning related discount details

লয়েড ১.৫ টন স্প্লিট এসি : ৫-ইন-১ কনভার্টেবল প্রযুক্তির এই এসি মডেলের অরিজিনাল মার্কেট প্রাইস ৫৮,৯৯০ টাকা। তবে বিশেষ অফারে গ্রাহকরা মাত্র ৩৪,৪৯০ টাকায় পেয়ে যাবেন লয়েডের এই মডেলটি। পাশাপাশি থাকছে ১০০০ টাকার অতিরিক্ত কুপন ডিসকাউন্ট।

ক্যারিয়ার ১.৫ টন স্প্লিট এসি : অরিজিনাল মার্কেট প্রাইস ৭৬,০৯০ টাকা হলেও, ৪৪% ছাড়ে মাত্র ৪২,৯৯০ টাকায় কিনে ফেলতে পারেন ৫-স্টার এনার্জি রেটিং-এর এই এসি। ইনভার্টার প্রযুক্তি, ৬-ইন-১ কুলিং সিস্টেম এবং স্মার্ট এনার্জি ডিসপ্লের মতো একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য এই এসিটিকে করে তুলেছে অন্যতম সেরা মডেল।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X